Period Pain Relief: পিরিয়ডসের ব্যথায় কষ্ট পাচ্ছেন? অসহ্য ব্যথা দূর করবে রান্না ঘরের এই মশলা
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Period Pain Relief: পিরিয়ডসের সময় অসহ্য পেট ব্যথায় বহু মেয়েকেই কষ্ট পেতে হয়! তবে রান্না ঘরের এই মশলা মুহূর্তে কমাতে পারে ব্যথা! জানুন চিকিৎসকের মত
advertisement
1/5

সুগন্ধিযুক্ত মশলা জায়ফল নানাবিধ গুণে ভরপুর। মহিলাদের ঋতুস্রাবজনিত কষ্ট থেকে রেহাই পেতে সাহায্য করে জায়ফল। এর মশলা আরও গুনাগুণ জানালেন বিশেষজ্ঞ টুসি বণিক।
advertisement
2/5
পেশির প্রদাহজনিত ব্যথা কম করে জায়ফল।এক চিমটে জায়ফলের গুঁড়ো মেশানো দুধ খেলে তা বশে থাকে।
advertisement
3/5
হরমোনের হেরফের বা ঋতুস্রাব চলাকালীন অনেক মহিলা পেটফাঁপা, কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যায় ভোগেন। জায়ফলের গুঁড়ো এই ধরণের সমস্যা দূর করতে পারে।
advertisement
4/5
চিকিৎসক আকাশ কুমার জানালেন এর বৈজ্ঞানিক গুণাবলী। অন্ত্র ভাল রাখতেও সাহায্য করে। দুধে এই মশলা মিশিয়ে খেলে পেটের অস্বস্তি কমে।
advertisement
5/5
বিশেষজ্ঞ টুসি বণিক জানান, "জায়ফল শুধু বিরিয়ানি মশলা হিসেবেই ব্যবহৃত হয় না। এর প্রচুর গুণ। শুধু জানতে হবে এর ব্যবহার।"
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Period Pain Relief: পিরিয়ডসের ব্যথায় কষ্ট পাচ্ছেন? অসহ্য ব্যথা দূর করবে রান্না ঘরের এই মশলা