Bankura Tourism in Summer Vacation: কম বাজেটে perfect ফ্যামিলি ট্যুর,গরমের ছুটিতে ঘুরে আসুন মেঘে ঢাকা বাঁকুড়ার 'লুকানো' স্পটে
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
বাঁকুড়ার এমন একটা জায়গা যেন মনে হবে চলে এসেছেন কুলু মানালির সবুজ উপত্যকায়।
advertisement
1/6

গ্রীষ্মের কালবৈশাখীর অপরূপ রূপ দেখতে হলে চলে আসুন বাঁকুড়ার এই লুকানো জায়গায়। যেখানে চা পান করতে করতে মেঘের আড়ালে দেখতে পাবেন বিদ্যুতের লুকোচুরি।
advertisement
2/6
বাঁকুড়ার এমন একটা জায়গা যেন মনে হবে চলে এসেছেন কুলু মানালির সবুজ উপত্যকায়। ব্যাকড্রপে রোমান্টিক সুবিশাল পাহাড়, পাহাড়ের গায়ে সবুজ গাছগাছালি, পাহাড়ের তলায় ফুলের বিরাট বাগান। কি নেই রয়েছে ফুল, রয়েছে ফোয়ারা। বাচ্চাদের জন্য পার্ক, থাকার জায়গা।
advertisement
3/6
বাঁকুড়া শহরের খুব কাছে এবং বাঁকুড়ার পর্যটন কেন্দ্রের অন্যতম শুশুনিয়াতে। শুশুনিয়ার মরুত বাহা ইকোপার্ক, দুর্দান্ত একটা জায়গা। নিমেষে কেটে যাবে আপনার দুই দিন। সকালে চায়ের কাপ হাতে, মুগ্ধ করবেন ব্যাক ড্রপে শুশুনিয়া।
advertisement
4/6
বাঁকুড়ার ইকো পার্কে কী নেই! রয়েছে ওপেন স্কাই স্টেজ। স্টেজে বসে অনায়াসে করতে পারবেন ক্যাম্প ফায়ার! ব্যবস্থা রয়েছে ডাইনিং হল এবং ডরমেটরি। যেখানে রান্না করে করতে পারবেন পিকনিক। যেহেতু এটি একটি ইকোপার্ক এবং চিলড্রেনস পার্ক সেই কারণে ওপেন স্কাই রান্না করার অনুমতি নেই। তবে প্রকৃতিতে বসে গল্প-আড্ডা, গান-বাজনা।
advertisement
5/6
১৫ টি কটেজ রয়েছে, সর্বোচ্চ রুম ভাড়া ১২০০ থেকে শুরু করে ৩ হাজার পর্যন্ত। সর্বোচ্চ ৬০ জনের থাকার ব্যবস্থা করা সম্ভব এই ইকো পার্কের পক্ষে।
advertisement
6/6
পরিষ্কার পরিচ্ছন্ন শুশুনিয়া ইকোপার্ক, ঢুকলে মনে হবে ঢুকেছেন অন্য এক পৃথিবীতে। বাঁকুড়ার এই ইকো পার্কের আমেজ আপনাকে বাড়ি যেতে দেবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bankura Tourism in Summer Vacation: কম বাজেটে perfect ফ্যামিলি ট্যুর,গরমের ছুটিতে ঘুরে আসুন মেঘে ঢাকা বাঁকুড়ার 'লুকানো' স্পটে