Parenting Tips: সন্তানের পড়াশোনায় কোনও মন নেই? সামনেই ফাইনাল পরীক্ষা, তার আগে জবরদস্ত টিপস দিলেন মনোবিদ
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Parenting Tips: পড়াশোনায় আগ্রহ না থাকা শিশুদের স্বাভাবিক ঘটনা। শিশুকে পড়াশোনায় আগ্রহী করতে মা-বাবা কিংবা অভিভাবককে গুরত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। রইল শিশুদের পড়াশোনায় আগ্রফী করে তোলার টিপস...
advertisement
1/6

*সন্তানকে নিয়মিত পড়াশোনায় আগ্রহী করতে চান প্রতিটি বাবা মা-ই। শিশুরা পড়াশোনার প্রতি অনাগ্রহী হলে অভিভাবকরা কিছুটা উদ্বিগ্ন হয়ে ওঠে।
advertisement
2/6
*পড়াশোনায় আগ্রহ না থাকা শিশুদের স্বাভাবিক ঘটনা। সেইজন্য শিশুকে পড়াশোনায় আগ্রহী করতে মা-বাবা কিংবা অভিভাবককে গুরত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
advertisement
3/6
*শিশু পড়াশোনা করতে না চাইলে তাকে জোর কিংবা বিরক্ত করা বা নির্দেশ করার পরিবর্তে ইতিবাচক কথা বলে আকৃষ্ট করার চেষ্টা করুন। যে জিনিসটি শিখতে শিশুর আগ্রহ বেশি সেটির প্রশংসা করুন।
advertisement
4/6
*পড়াশোনায় অনাগ্রহী হলে তিরস্কার করবেন না। এই চেয়ে কৌশল করে তিরস্কারের পরিবর্তে পুরস্কার অনেক বেশি কার্যকরী। তাই শিশুর পড়াশোনার ক্ষেত্রে এই পদ্ধতিটি কাজে লাগান।
advertisement
5/6
*শিশুরা শেখানোর কৌশলে পরিবর্তন আনতে পারেন। শিশু বই পড়ানোর পাশাপাশি ভিডিও, আকর্ষণীয় তথ্য বা গল্প-ভিত্তিক পদ্ধতির মতো ভিজ্যুয়ালের মাধ্যমে শেখাতে পারেন।
advertisement
6/6
*মনোবিদ নীলাঞ্জনা পান জানান, আগে খেয়াল করুন, শিশু কীভাবে শিখতে পছন্দ করছে। সেভাবেই তাকে শেখাতে পারেন। এতে সে বিরক্ত না হয়ে শিখতে চেষ্টা করবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Parenting Tips: সন্তানের পড়াশোনায় কোনও মন নেই? সামনেই ফাইনাল পরীক্ষা, তার আগে জবরদস্ত টিপস দিলেন মনোবিদ