Peacock Parenting: 'Peacock Parenting' কী জানেন? আপনি জেনে নাকি অজান্তেই সন্তানকে এভাবে মানুষ করছেন? জানুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Peacock Parenting: 'Peacock Parenting'-এর অর্থ সন্তানের সাফল্য প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া বা সমাজিক মাধ্যমে তুলে ধরা, যাতে বাবা-মায়ের কৃতিত্ব প্রদর্শিত হয়।
advertisement
1/7

*আজকাল অনেক নতুন প্যারেন্টিং ট্রেন্ড দেখা যাচ্ছে, যার মধ্যে একটি 'Peacock Parenting'। নামটি শুনতে একটু অদ্ভুত লাগলেও, অর্থ বুঝতে পারলে তবেই বুঝবেন এটি আসলে কী ধরণের প্যারেন্টিং!
advertisement
2/7
*'Peacock Parenting'-এর অর্থ সন্তানের সাফল্য প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া বা সমাজিক মাধ্যমে তুলে ধরা, যাতে বাবা-মায়ের কৃতিত্ব প্রদর্শিত হয়। ঠিক যেমন একটি ময়ূর তার সুন্দর পালক ছড়িয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে, তেমনই কিছু বাবা-মা ক্রমাগত সন্তানদের কৃতিত্ব বা ছোট, বড় সাফল্য সোশ্যাল মিডিয়ায় প্রদর্শনের চেষ্টা করে।
advertisement
3/7
*আপনি 'Peacock Parenting' অনুশীলন করছেন কিনা তা কীভাবে বুঝবেন? আপনার সন্তানের প্রতিটি কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। সন্তানের জন্য পোশাক বা জিনিসপত্র কেনা, কেবল প্রদর্শনের জন্য। বারবার তাদের বাচ্চাদের পড়াশোনা বা প্রতিভা তুলে ধরা। সর্বদা নিখুঁত দেখাতে বা পারফর্ম করার জন্য শিশুদের উপর চাপ দেওয়া।
advertisement
4/7
*বিজ্ঞপ্তি প্রকাশ করে জানা গিয়েছে, সাঁতরাগাছি–ইয়েলাহাঙ্কা–সাঁতরাগাছি স্পেশ্যাল (০৮০৭৩/০৮০৭৪)। সাঁতরাগাছি থেকে ছাড়বে ৭ ডিসেম্বর ২০২৫, বিকেল ১৪:৪৫-এ। পৌঁছবে তৃতীয় দিনের রাত ১২:৫৫-এ। একইভাবে ০৮০৭৪ ইয়েলাহাঙ্কা থেকে ছাড়বে ৯ ডিসেম্বর ২০২৫, ভোর ০৪:৪৫-এ, পৌঁছবে পরের দিন দুপুর ১৪:০০ মিনিটে। স্টপেজ থাকছে খড়গপুর, বালেশ্বরে। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*অন্যদিকে, হাওড়া–সিএসএমটি মুম্বই–হাওড়া স্পেশাল (০২৮৭০/০২৮৬৯)। হাওড়া থেকে ছাড়বে ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১৩:৫৫-এ। পৌঁছবে পরের দিন রাত ২৩:৪৫-এ। ডাউন ০২৮৬৯ মুম্বই থেকে ছাড়বে ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:০৫-এ। পৌঁছবে পরের দিন রাত ২০:৫৫ মিনিটে। স্টপেজ দেওয়া হয়েছে খড়গপুর, টাটানগর, রউরকেলা, ঝাড়সুগুড়া স্টেশনে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, চেরলাপল্লি–শালিমার–চেরলাপল্লি স্পেশাল (০৭১৪৮/০৭১৪৯)। চেরলাপল্লি থেকে ছাড়বে ৬ ডিসেম্বর ২০২৫, রাত ২১:৩৫-এ। পৌঁছবে পরের দিন রাত ২৩:৫০-এ।০৭১৪৯ শালিমার থেকে ছাড়বে ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১০-এ। পৌঁছবে পরের দিন বিকেল ১৬:০০ মিনিটে। স্টপেজ থাকবে সাঁতরাগাছি, খড়গপুর, বালেশ্বর স্টেশনে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*রেল সূত্রে জানান হয়েছে, হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় যে যাত্রীরা গন্তব্যে পৌঁছনোর জন্য মরিয়া হয়ে পড়েছিলেন, তাঁদের জন্য রেলের এই উদ্যোগ।দীর্ঘ দূরত্বের রুটে দ্রুত বিকল্প ব্যবস্থা গড়ে তোলার জন্য দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Peacock Parenting: 'Peacock Parenting' কী জানেন? আপনি জেনে নাকি অজান্তেই সন্তানকে এভাবে মানুষ করছেন? জানুন