Papaya to cure Constipation: পাকা পেঁপের সঙ্গে ১ চিমটি করে ২ মশলা! দিনের বিশেষ সময়ে খেলেই কোষ্ঠকাঠিন্যের ছুটি! লিভার থেকে বিষাক্ত নোংরা সাফ! সুপারফিট পাকস্থলী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Papaya to cure Constipation: বিশেষজ্ঞ এবং ডাক্তারদের পরিভাষায় সপ্তাহে তিন বারের কম মলত্যাগ হলে তাকে কোষ্ঠের সমস্যা বলা হয়৷ এই সমস্যার মহৌষধ পেঁপে৷ প্রাকৃতিক এই মুশকিল আসান ভিটামিন, মিনারেলস, পটাশিয়াম, ফাইবারে ভরপুর৷ এই সুপারফুডের উপকারিতার শেষ নেই৷
advertisement
1/8

লাইফস্টাইল, ডায়েট, বংশগতির ধারা-সহ একাধিক কারণে কোষ্ঠকাঠিন্য হয়৷ এই সমস্যার যাঁরা শিকার, তাঁরাই জানেন কী ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়৷ মলত্যাগ করার সময় যন্ত্রণায় চোখে জল চলে আসে অনেকেরই৷
advertisement
2/8
বিশেষজ্ঞ এবং ডাক্তারদের পরিভাষায় সপ্তাহে তিন বারের কম মলত্যাগ হলে তাকে কোষ্ঠের সমস্যা বলা হয়৷ এই সমস্যার মহৌষধ পেঁপে৷ প্রাকৃতিক এই মুশকিল আসান ভিটামিন, মিনারেলস, পটাশিয়াম, ফাইবারে ভরপুর৷ এই সুপারফুডের উপকারিতার শেষ নেই৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
advertisement
3/8
সকালে খালি পেটে পাকা পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য সারে৷ হজমের সমস্যা দূর হয়৷ শরীরকে ডিটক্স করে৷ রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে৷
advertisement
4/8
পেঁপেতে আছে পেপিন৷ এই উৎসেচক মলত্যাগের কাঠিন্য দূর করে৷ শরীরকে ডিটক্সিফাই করে৷ পাকস্থলী, লিভার থেকে বিষাক্ত বর্জ্য বার করে দেয়৷
advertisement
5/8
কোষ্ঠের সমস্যা দূর করার পাশাপাশি সকালে খালি পেটে পাকা পেঁপে খেলে পিএইচ ব্যালান্স ঠিক থাকে শরীরে৷
advertisement
6/8
কোলেস্টেরলের সমস্যা থাকলেও পাকা পেঁপে খেতে পারেন৷ সকালে খালি পেটে পাকা পেঁপে খেলে শরীরে ভাল কোলেস্টেরল বাড়ে৷ কমে খারাপ কোলেস্টেরলের মাত্রা৷ সুস্থ থাকে হার্ট৷ কমে হৃদরোগের আশঙ্কা৷
advertisement
7/8
পাকা পেঁপেতে ক্যালরি নামমাত্র৷ ফাইবার প্রচুর৷ সকালে খালি পেটে খেলে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে৷ নিয়ন্ত্রণে থাকে ওজন৷ বিটনুন, গোলমরিচ দিয়ে পাকা পেঁপে খেলে স্বাদ ও গুণ দুই-ই বাড়বে৷
advertisement
8/8
প্রাকৃতিক মহৌষধ পাকা পেঁপে সকালে খাবন খালি পেটে খান৷ বা কোনও খাবারের সঙ্গে বা পরেও খেতে পারেন৷ বিটনুন, গোলমরিচ দিয়ে খেলে অনকেটাই বাড়বে খাদ্যগুণ ও পুষ্টিমূল্য৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Papaya to cure Constipation: পাকা পেঁপের সঙ্গে ১ চিমটি করে ২ মশলা! দিনের বিশেষ সময়ে খেলেই কোষ্ঠকাঠিন্যের ছুটি! লিভার থেকে বিষাক্ত নোংরা সাফ! সুপারফিট পাকস্থলী