Ripe Palm Side Effects: অঢেল উপকারিতা সত্ত্বেও এঁরা পাকা তাল খেলেই ক্ষতি! জানুন বিপদ এড়াতে কারা এই ফল মুখেও তুলবেন না
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ripe Palm Side Effects: তালের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পাকা তাল খেলে দেখা দিতে পারে সমস্যা। জানুন কারা তাল খাবেন না।
advertisement
1/8

ভাদ্রমাস মানেই পাকা তালের মরশুম। ঘরে ঘরে তৈরি হয় তালের বড়া, তালক্ষীর, তালের পাটিসাপটা-সহ নানা রকমারি পদ।
advertisement
2/8
তালের উপকারিতা প্রচুর। তালের অ্যান্টি অক্সিড্যান্টস ক্যানসার প্রতিরোধী। সার্বিক সুস্থতা বজায় থাকে।
advertisement
3/8
তালের ক্যালসিয়াম, ফসফরাসের গুণ দাঁত ও হাড়ের সুস্থতা বজায় রাখে। কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের সমস্যা দূর করে।
advertisement
4/8
তবে তালের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পাকা তাল খেলে দেখা দিতে পারে সমস্যা। জানুন কারা তাল খাবেন না। সতর্ক করেছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর।
advertisement
5/8
যাঁদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে, তাঁরা তালের রসের সঙ্গে দুধের মিশেলে খাবার বেশি খাবেন না।
advertisement
6/8
ডায়াবেটিস, কোলেস্টেরলের সমস্যা বেশি থাকলে অতিরিক্ত তালের পদ খাবেন না।
advertisement
7/8
অতিরিক্ত তালের পদ খেলে পেটব্যথা হতে পারে। বিঘ্ন ঘটতে পারে হজম প্রক্রিয়ায়। দেখা দিতে পারে পেটব্যথা এবং ক্র্যাম্প।
advertisement
8/8
অন্তঃসত্ত্বাদের তালের পদ খেলে ডাক্তারদের পরামর্শ নিয়েই খাওয়া উচিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ripe Palm Side Effects: অঢেল উপকারিতা সত্ত্বেও এঁরা পাকা তাল খেলেই ক্ষতি! জানুন বিপদ এড়াতে কারা এই ফল মুখেও তুলবেন না