গর্ভবতী মহিলাদের জন্য সুখবর...! এখন প্রসব 'যন্ত্রনা' ছাড়াই হবে 'নর্মাল ডেলিভারি', কী ভাবে? চমকে দেবে গবেষণা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Painless Delivery: আজকাল নর্মাল ডেলিভারিতে প্রসবের কথা অনেক মায়েরাই ভাবতে পারেন না। কারণ প্রসবের সময় মহিলাদের অসহ্য প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। যা অনেকসময় গর্ভবতী মায়েদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে।
advertisement
1/10

আজকাল নর্মাল ডেলিভারিতে প্রসবের কথা অনেক মায়েরাই ভাবতে পারেন না। কারণ প্রসবের সময় মহিলাদের অসহ্য প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। যা অনেকসময় গর্ভবতী মায়েদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে।
advertisement
2/10

কিন্তু এবার সাগরের বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজ থেকে এল বড় সুখবর। মহিলাদের ব্যথাহীন প্রসবের উপর করা একটি গবেষণাতে এসেছে বিরাট সাফল্য। এই গবেষণার ফলে এবার মায়েরা হাসিমুখেই সন্তানের জন্ম দিতে পারবেন। নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসবও ব্যথা ছাড়াই হবে।
advertisement
3/10
সম্প্রতি এই গবেষণাটি ইন্ডিয়ান জার্নাল অফ অ্যাপ্লাইড রিসার্চে প্রকাশিত হয়েছে। এর পরেই স্থানীয় মেডিক্যাল কলেজে নিয়মিতভাবে এই সুবিধা দেওয়া শুরুও হয়ে গিয়েছে।
advertisement
4/10
দেশে ইতিমধ্যেই এখন বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজ সম্ভবত এমন একটি কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে মহিলারা এই ধরণের পেইনলেস নর্মাল ডেলিভারিতে প্রসব করতে পারবেন, তবে রোগীর সম্মতি পাওয়ার পরেই এটি করা হবে বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
5/10
মেডিক্যাল কলেজের অ্যানেস্থেসিয়া বিভাগে কর্মরত চেন্নাইয়ের চিকিৎসক, ডাঃ ভিনিশা, রোগীদের অনুমতি নিয়ে ১২০ জন রোগীর উপর এই গবেষণার কাজটি সম্পন্ন করেছেন।
advertisement
6/10
প্রসঙ্গত, এই গবেষণাটি প্রায় আড়াই বছর আগে শুরু হয়েছিল। এই পরীক্ষা থেকে শিশু এবং মা কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হননি। ডাঃ ভিনিশা বলেন যে তিনি বিভাগের প্রধান ডাঃ সর্বেশ জৈনের নির্দেশনায় এই গবেষণাটি সম্পন্ন করেছেন।
advertisement
7/10
রোপিভাকেইন ওষুধ নিয়ে প্রথমবারের মতো গবেষণা করা হয়েছে :মেডিক্যাল কলেজের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডাঃ সর্বেশ জৈন বলেন, নর্মাল ডেলিভারির জন্য যখন জরায়ুতে সংকোচন হয়, তখন ব্যথা অনুভূত হয়, যদি মেরুদণ্ডের স্তরে অসাড়কারী ওষুধ দিয়ে এই ব্যথা বন্ধ করা হয়, তাহলে রোগীর স্বাভাবিক প্রসব হতে পারে এবং কোনও ব্যথাও হয় না।
advertisement
8/10
চিকিৎসক জানান, এই পদ্ধতিটি কয়েক দশক ধরে চিকিৎসাবিজ্ঞানে গৃহীত হচ্ছিল, কিন্তু এখন তেলঙ্গানার একজন পিজি ছাত্রী ডাঃ বিনিশা বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে রোপিভাকেইন নামে একটি নতুন ওষুধ নিয়ে গবেষণা করেছেন। রোপিভাকেইন দিয়ে, আপনি ব্যথা ছাড়াই নিরাপদ প্রসব করতে পারেন এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
advertisement
9/10
এখনও পর্যন্ত সাগর বিভাগের কোনও বেসরকারি সরকারি হাসপাতালে এই সুবিধা নিয়মিত পাওয়া যায় না। অন্যদিকে মেট্রোপলিটন শহরের বেসরকারি হাসপাতালে ব্যথাহীন স্বাভাবিক প্রসবের জন্য রোগীদের ২৫ থেকে ৫০ হাজার টাকা অতিরিক্ত খরচ বহন করতে হয়।
advertisement
10/10
বিএমসিতে ইতিমধ্যেই এই সুবিধা বিনামূল্যে শুরু হয়েছে। এই সুবিধা পেতে সংশ্লিষ্ট ইচ্ছুক মহিলারা অ্যানেস্থেসিয়া বিভাগে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রসববেদনা শুরু হলে, পরিবার ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করলেই নেওয়া হবে উপযুক্ত পদক্ষেপ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
গর্ভবতী মহিলাদের জন্য সুখবর...! এখন প্রসব 'যন্ত্রনা' ছাড়াই হবে 'নর্মাল ডেলিভারি', কী ভাবে? চমকে দেবে গবেষণা!