TRENDING:

Breast Cancer: গোটা বিশ্বে ২০ জনের মধ্যে ১ জন মহিলা আক্রান্ত স্তন ক্যানসারে, ভারতে আক্রান্ত সংখ্যা কত? কী বলছে হু-এর নয়া রিপোর্ট?

Last Updated:
আজ, ৯ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী সুরক্ষা এবং নারী স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার মাঝেই সামনে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর এক সমীক্ষা রিপোর্ট। আর সেই সমীক্ষা রিপোর্ট যথেষ্ট ভয় ধরানোর মতো।
advertisement
1/8
গোটা বিশ্বে ২০ জনের মধ্যে ১ জন মহিলা আক্রান্ত স্তন ক্যানসারে, ভারতে আক্রান্ত সংখ্যা কত?
আজ, ৯ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী সুরক্ষা এবং নারী স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার মাঝেই সামনে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর এক সমীক্ষা রিপোর্ট। আর সেই সমীক্ষা রিপোর্ট যথেষ্ট ভয় ধরানোর মতো। (প্রতীকী ছবি)
advertisement
2/8
হু- ওই সমীক্ষা রিপোর্টে জানা গিয়েছে সারা বিশ্বে প্রতি ২০ জন মহিলার মধ্যে অন্তত ১ জন স্তন ক্যানসারে আক্রান্ত। আর আগামী ২০৫০ সালের মধ্যে এই আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যাবে ৩৫ লাখ! (প্রতীকী ছবি)
advertisement
3/8
একইসঙ্গে প্রতি বছরে পাল্লা দিয়ে বাড়বে স্তন ক্যানসারে মৃত্যুর হারও। প্রতি বছর স্তন ক্যানসারে মৃত্যুর হার দাঁড়াবে ১১ লক্ষ। (প্রতীকী ছবি)
advertisement
4/8
ম্প্রতি 'দ্য ল্যানসেট' মেডিক্যাল জার্নালে এই বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। সেখানেই ভারতে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা কীভাবে বাড়ছে তা পরিসংখ্যান দিয়ে তুলে ধরা হয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেদিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর হিসাব অনুযায়ী গত পাঁচ বছরে আমেরিকা আর চিনের পরেই স্তন ক্যানসারে ভারতের স্থান রয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
5/8
এই পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রতি বছর ২৮ জন মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত হন। শহরে প্রতি ২২ জনের মধ্যে এক জন আক্রান্ত হন এবং প্রত্যন্ত এলাকায় প্রতি ৬০ জনের মধ্যে এক জন স্তন ক্যানসারে আক্রান্ত হন। (প্রতীকী ছবি)
advertisement
6/8
চিকিৎসকদের মতে, এই ধরনের ক্যানসার একদম শুরুর দিকে ধরা পড়লে তা চিকিৎসার মাধ্যমে নির্মূল করা সম্ভব। কিন্তু, এই ধরনের ক্যানসার একবার সেরে যাওয়ার পর ফের তা ফিরে আসতে পারে। চিকিৎসা বিজ্ঞানে এই ঘটনাকে 'মেটাস্ট্যাটিক ডেভেলপমেন্ট’ বলা হয়। (প্রতীকী ছবি)
advertisement
7/8
ক্যানসার ফিরে আসার প্রবণতার ক্ষেত্রে চিকিৎসকরা দায়ী করছেন পারিবারিক ইতিহাসের উপর। কারণ একবার নির্মূল হলে সাধারণত, পাঁচ থেকে সাত বছরের মধ্যে ফিরে আসে না স্তন ক্যানসার। কিন্তু, এই ক্ষেত্রে পর্যবেক্ষণ ভীষণ জরুরি। (প্রতীকী ছবি)
advertisement
8/8
সময় মতো পেট সিটি স্ক্যান, ম্যামোগ্রাফি পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। তাছাড়াও, স্তনে ব্যথা অনুভূত হলে তা ফেলে না রেখে ডাক্তারের পরামর্শ নেওয়াই উচিত বলে জানাচ্ছেন চিকিৎসকরা। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Breast Cancer: গোটা বিশ্বে ২০ জনের মধ্যে ১ জন মহিলা আক্রান্ত স্তন ক্যানসারে, ভারতে আক্রান্ত সংখ্যা কত? কী বলছে হু-এর নয়া রিপোর্ট?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল