আপনি কি 'জিনিয়াস'...? এই অসাধারণ অপটিক্যাল ইলিউশন Test বলে দেবে উত্তর, জেনে নিন এক্ষুনি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Optical Illusion Test: একটি খেলা সম্প্রতি নেটপাড়ায় খুব ঝড় তুলেছে। এটি একটি অপটিক্যাল ইল্যুশনের ছবি যা বেশ ভাইরাল হয়েছে। এই বিশেষ ছবিটি তৈরি করা হয়েছে মানুষের বুদ্ধির বহর বিচার করতে। আর এই ছবিটিই হয়েছে ঝড়ের গতিতে ভাইরাল।
advertisement
1/10

মানুষ আজকাল দিনের অনেকটা সময়ই সোশ্যাল মিডিয়ায় ঘাঁটাঘাঁটি করে কাটিয়ে দেন। আর তাই সোশ্যাল মিডিয়ায় এমন অনেক মজাদার বিষয় থাকে যা বেশ বিনোদনমূলক আবার মানুষকে নানা ভ্যাবে সংযুক্ত করে, আকর্ষিত করে।
advertisement
2/10
এমনই একটি খেলা সম্প্রতি নেটপাড়ায় খুব ঝড় তুলেছে। এটি একটি অপটিক্যাল ইল্যুশনের ছবি যা বেশ ভাইরাল হয়েছে। এই বিশেষ ছবিটি তৈরি করা হয়েছে মানুষের বুদ্ধির বহর বিচার করতে। আর এই ছবিটিই হয়েছে ঝড়ের গতিতে ভাইরাল।
advertisement
3/10
আপাতদৃষ্টিতে খুবই সাধারণ এই ছবিটি দিয়ে চাইলে আপনিও নিজের বুদ্ধিমত্তা বিচার করে দেখতে পারেন। তারপরে এই খেলাটি ট্রাই করে দেখতে পারেন আপনার বন্ধুবান্ধব ও চেনা পরিচিতদের সঙ্গে।
advertisement
4/10
বিশেষজ্ঞরা বলছেন, এই ছবির মাধ্যমে জানা যেতে পারে মানুষের বুদ্ধি বা আইকিউ সম্পর্কে অনেক অজানা তথ্য। কারণ, এই একটি ছবিতে লুকিয়ে রয়েছে চারটি রং।
advertisement
5/10
ভাল করে দেখুন এই ছবি এবং বলুন আপনি প্রথমে কী দেখতে পাচ্ছেন ছবিতে? কে প্রথমে কী দেখতে পাচ্ছেন, তার ওপরই নির্ভর করছে আপনি কতটা বুদ্ধিমান।
advertisement
6/10
ছবিটিতে একটি ডিজাইনার বৃত্ত দেখতে পাবেন। আর এই বৃত্তের মধ্যে কোন রংটি আপনি খুঁজে পান তা যাচাই করুন। নিজেকে বা অন্যকে যাচাই করতে কিন্তু পুরো বৃত্তে তাকাবেন না।
advertisement
7/10
আপনাকে লক্ষ্য করতে হবে ঠিক বৃত্তটির মাঝখানে। বৃত্তের মাঝখানে তাকিয়ে যদি কালো রং দেখতে পান তবে আপনার বুদ্ধির দৌড় অন্যসব সাধারণ মানুষের মতোই বলতে পারেন।
advertisement
8/10
কিন্তু যদি কেউ নীল রং প্রথমে দেখেন তাহলে বুঝতে হবে আপনি জিনিয়াস অব পারসেপশন। জীবন বিষয়ে আপনার স্বচ্ছ ধারণা আছে। জটিল পরিস্থিতিতে যে কোনও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনি।
advertisement
9/10
যাঁরা এই রংটি দেখতে পাবেন তাঁরা কর্মক্ষেত্রে সবার আগে থাকে। কারণ, বাকিরা এদের ওপর ভরসা করে। এদের মস্তিষ্কের তরঙ্গ ১০০ থেকে ১২০ এইচজেড-এর মধ্যে হয়ে থাকে।
advertisement
10/10
যদি কেউ লাল বা সবুজ রং প্রথমে দেখে তাহলে তাঁকে যুক্তিবাদী মানুষ হিসেবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে তাঁর বুদ্ধি হবে অন্যদের চেয়ে এক ধাপ বেশি। এমন ব্যক্তিরা যেকোনও বিষয় সহজে অনুমান করতে পারেন। যার কারণে যে কোনও সমস্যার সমাধান করা তারা খুব সহজেই করতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
আপনি কি 'জিনিয়াস'...? এই অসাধারণ অপটিক্যাল ইলিউশন Test বলে দেবে উত্তর, জেনে নিন এক্ষুনি!