TRENDING:

Day Out Near Kolkata: একবেলা ঘুরে 'রিল্যাক্স' আসুন, কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, নিরিবিলিতে সময় কাটান

Last Updated:
মাথার উপরে ভাঙাচোরা মেঘ নিচে জলরাশির মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা আর নিরিবিলি মনোরম পরিবেশে যা অপরূপ সৌন্দর্য্য। 
advertisement
1/7
একবেলা ঘুরে 'রিল্যাক্স' হন,কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে,নিরিবিলিতে সময় কাটান
এবার পুজোয় একদিনে ভ্রমনে ঘুরে আসুন বসিরহাটের আন্দুলপোতা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় কেনাকাটা থেকে ভ্রমণ চলে জোর কদমে। কলকাতার খুব কাছে এবার একদিনের আউটিং এ ঘোরার জন্য সেরা সন্ধান হতে পারে বসিরহাটের আন্দুলপোতা। (জুলফিকার মোল্লা)
advertisement
2/7
দু'পাশে জল বেষ্টিত জায়গায় মাছ চাষ আর মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা রাস্তা। মাথার উপরে ভাঙাচোরা মেঘ নিচে জলরাশির মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা আর নিরিবিলি মনোরম পরিবেশে যা অপরূপ সৌন্দর্য্য। হ্যাঁ ঠিকই বুঝেছেন এই আন্দুলপোতায় ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই বেড়াতে যান।
advertisement
3/7
তবে দুর্গাপুজোয় এবার একদিনের ভ্রমণে অন্যতম মাত্র এনে দিতে পারে। সীমান্ত শহর টাকি ঘোরার পাশাপাশি লিস্টে রাখতে পারেন আন্দুলপোতাকে।
advertisement
4/7
উল্লেখ্য করোনা কালে লকডাউনের সময় বাড়ি থেকে দূরে তেমন কেউ বেড়াতে যাওয়ার সুযোগ পেতেন না। সেসময় শহর বসিরহাট থেকে কিছুটা দূরে আন্দুলপোতার প্রকৃতিক সৌন্দর্য দেখে কেউ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ভিডিও যা মূহুর্তে ভাইরাল হয়ে যায়। তারপর একে একে সকলের গন্তব্যের জায়গা হয়ে ওঠে আন্দুলপোতা। শুধুমাত্র বসিরহাট নয় বসিরহাট পেরিয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেকেই সময় কাটাতে আসেন।
advertisement
5/7
কলকাতা থেকে একদিনের মধ্যে ঘুরে আসতে পারেন এই স্পট। মহানগরী থেকে মাত্র ৬০ কিমি দূরেই রয়েছে মনোমুগ্ধকর স্নিগ্ধ এক জনপদ। শিয়ালদহ হাসনাবাদ লোকালে চাঁপাপুকুর রেল স্টেশনে নেমে টোটোতে মাত্র ১০-১২ মিনিটে পোঁছে যাবেন আন্দুলপোতা।
advertisement
6/7
ভ্রমণপিপাসুদের অল্প খরচে তৃপ্তি মেটানোর মুখ্য একটি জায়গা হয়ে উঠেছে এই আন্দুলপোতা। উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত প্রায় তিনশো বিঘা জলাধার নিয়ে অবস্থিত সুন্দর শান্ত একটি গ্রাম এই আন্দুলপোতা।
advertisement
7/7
ড্রোন ক্যামেরার সাহায্যে ওপর থেকে দেখলে মনে হবে বিশাল জলরাশির মাঝখানে আঁকাবাঁকা হয়ে অনেকগুলো সাপ শুয়ে আছে। কিন্তু ওগুলো কয়েক কিলোমিটার বিছিয়ে থাকা রাস্তা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Day Out Near Kolkata: একবেলা ঘুরে 'রিল্যাক্স' আসুন, কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, নিরিবিলিতে সময় কাটান
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল