Omelet Or Mumlet: ওমলেট-মামলেটে তফাৎ কী? বাঙালির ব্রেকফাস্টের প্রিয় আইটেম তৈরির হরেক নিয়ম জানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:NAWAB MALLICK MALLICK
Last Updated:
ডিমের বিভিন্ন পদের মধ্যে জনপ্রিয় পদ হল ওমলেট। অনেকে আবার ডিমের মামলেট খান। কিন্তু আপনার কি ধারণা এই দুটি আলাদা।
advertisement
1/6

ডিমের বিভিন্ন পদের মধ্যে জনপ্রিয় পদ হল ওমলেট। অনেকে আবার ডিমের মামলেট খান। কিন্তু আপনার কি ধারণা এই দুটি আলাদা।
advertisement
2/6
ওমলেট আসলে বিদেশি ডিম ভাজার পদ্ধতি। এই পদ্ধতিতে তেলে শুধু ডিমটি ভেজে পরিবেশন করা হয়।
advertisement
3/6
ওমলেটে আর কোনো উপকরণ দেওয়া হয় না। ব্রেকফাস্ট বা জলখাবারে এটি খাওয়ার রেওয়াজ রয়েছে বহু দিন ধরে।
advertisement
4/6
মামলেটটা পুরোদস্তুর আমাদের নিজস্ব খাবার। ডিমের মধ্যে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি মিশিয়ে সম্পূর্ণ আলাদা ভাবে তৈরি ভিন্ন স্বাদের একটি পদ হল মামলেট।
advertisement
5/6
মামলেটে অনেক সময় স্বাদ বাড়াতে এতে টম্যাটো কুচেও দেওয়া হয়। তাতে শুধু স্বাদ নয়, খাবারের পুষ্টিগুণও বেড়ে যায়।
advertisement
6/6
ভাতের সঙ্গে অনায়াসে একটি পদ হিসেবে ওমলেট কিংবা মামলেট পরিবেশন করা যায়। এবার তাহলে ঠিক করে ফেলুন ওমলেট না মামলেট কোনটা খাবেন আপনি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Omelet Or Mumlet: ওমলেট-মামলেটে তফাৎ কী? বাঙালির ব্রেকফাস্টের প্রিয় আইটেম তৈরির হরেক নিয়ম জানুন