TRENDING:

North Bengal Trip: গ্রামে একটিই হোমস্টে, বর্ষায় ঘুরে আসুন কালিম্পংয়ের এই হ্যামলেটে, অ্যাডভেঞ্চারে ঠাসা ট্রিপ আপনার অপেক্ষায়

Last Updated:
North Bengal Trip: নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র ১২৪ কিলোমিটার এবং জলপাইগুড়ির অন্তর্গত মালবাজার শহরের মাল জংশন থেকে ৭৬ কিলোমিটার পথ পেরোতে হবে। দুই স্টেশন থেকেই পেয়ে যাবেন ভাড়া গাড়ি।
advertisement
1/8
গ্রামে একটিই হোমস্টে, বর্ষায় ঘুরে আসুন কালিম্পংয়ের এই হ্যামলেটে, মুগ্ধ হবেন আপনি
*ইট-কাঠ-পাথরের নগরের কোলাহল ছেড়ে প্রাণভরে শ্বাস নিতে চান? গতে বাধা চেনা সমুদ্র এবং পাহাড় ডুয়ার্স আর ভাল লাগছে না? তাহলে এই জায়গাটি আপনারই জন্যে। একান্তে নিজের মতো সময় কাটাতে আসতে হবে কালিম্পিংয়ের অফবিট ডেস্টিনেশন মুডুং খোলায়।
advertisement
2/8
*অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর পরিবেশের সঙ্গে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ মন মুগ্ধ করবেই। জায়গাটি এখনও খুব বেশি প্রকাশ্যে না আসায় বেশ নিরিবিলি। এখানে মাত্র একটিই হোমস্টে রয়েছে এখনও পর্যন্ত।
advertisement
3/8
*পাহাড়-জঙ্গল-ঝর্না..তার মাঝে হোমস্টেতে রাতযাপন। বলাই বাহুল্য একেবারে রোমাঞ্চকর পরিবেশ। প্রাইভেট না হলেও জায়গাটি নিরিবিলি থাকায় অনেকটাই নিজস্বতা বজায় রেখেই প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন।
advertisement
4/8
*বর্ষায় পাহাড় একটু ভয়ঙ্কর হলেও আসল অ্যাডভেঞ্চারের মজা হল পাহাড়ে বর্ষার সময়ই। বর্ষায় পাহাড় আলদা রকমভাবে সেজে ওঠে। তাও বর্ষাতেই ঘুরতে আসতে পারেন এই অপরূপ সুন্দর জায়গা। যেখানে রয়েছে প্রাকৃতিক ঝর্ণা।
advertisement
5/8
*কিভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র ১২৪ কিলোমিটার এবং জলপাইগুড়ির অন্তর্গত মালবাজার শহরের মাল জংশন থেকে? মাত্র ৭৬ কিলোমিটার পথ পেরোতে হবে। দুই স্টেশন থেকেই পেয়ে যাবেন ভাড়া গাড়ি। সব মিলিয়ে জনপ্রতি আনুমানিক খরচ হতে পারে ২-৩ হাজার টাকা।
advertisement
6/8
*মুডুং খোলা পর্যটন কেন্দ্রে এখনও পর্যন্ত তেমনভাবে মানুষের আনাগোনা নেই। নদীর ধারে এই পর্যটন কেন্দ্রের একদিকে রয়েছে পাহাড়ি জঙ্গল, অন্যদিকে বর্ষায় পাহাড় থেকে নেমে আসা জলের কলরব। মনমুগ্ধ করে তোলা পরিবেশে রয়েছে মন ভাল করা সব উপাদানই রয়েছে।
advertisement
7/8
*অন্য জায়গায় গরম থাকলেও এখানে ঠান্ডা কনকনে ভাব থাকে সারা বছরই। সেখানে একটিই রিসর্ট রয়েছে কিন্তু রয়েছে বহু টেন্টের ব্যবস্থা। সেখানে পর্যটকরা রাত্রিবাস করতে পারবেন বেড়াতে গিয়ে।
advertisement
8/8
*একেবারে অফবিট এই জায়গায় প্রাকৃতিক ঝরনার পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সুইমিং পুল। থাকা-খাওয়া খরচ সবকিছুই সাধ্যের মধ্যে। সন্ধ্যার রোমাঞ্চকর পরিবেশ মন মেজাজ করে তুলবে ফুরফুরে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Trip: গ্রামে একটিই হোমস্টে, বর্ষায় ঘুরে আসুন কালিম্পংয়ের এই হ্যামলেটে, অ্যাডভেঞ্চারে ঠাসা ট্রিপ আপনার অপেক্ষায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল