TRENDING:

Offbeat Tourism: লাভা থেকে মাত্র ৬ কিমি দূরে নতুন 'পাহাড়ি স্বর্গ'! নিরিবিলি পরিবেশ, সঙ্গীর সঙ্গে রাত কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন

Last Updated:
জলপাইগুড়ির মালবাজার থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে লাভার থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম। এখন ধীরে ধীরে পর্যটকদের নজর কেড়ে নিচ্ছে।
advertisement
1/4
লাভা থেকে মাত্র ৬ কিমি দূরে নতুন 'পাহাড়ি স্বর্গ'! সঙ্গীর সঙ্গে রাত কাটানোর পারফেক্ট স্পট
জলপাইগুড়ির মালবাজার থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে লাভা থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম দরখোলা। এখন ধীরে ধীরে পর্যটকদের নজর কেড়ে নিচ্ছে। কালিম্পং জেলার অরণ্য ও পাহাড় ঘেরা এই জনপদ একদিকে যেমন অফবিট ট্রাভেল পছন্দ করা মানুষদের স্বর্গ, তেমনই প্রকৃতিপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক অপার আকর্ষণ। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
2/4
ঘন জঙ্গল, মেঘে ঢাকা পাহাড়চূড়া, পাখির ডাক আর ছোট ছোট চা-বাগান..এই সব মিলিয়ে দরখোলা যেন এক জীবন্ত ছবি। এখানকার মূল আকর্ষণ হল শান্ত পরিবেশ ও অদূষিত প্রাকৃতিক সৌন্দর্য। লাভার কোলাহল ছেড়ে যারা কিছুটা নিরিবিলি পরিবেশে থাকতে চান, তাদের জন্য দরখোলা আদর্শ গন্তব্য।
advertisement
3/4
স্থানীয়দের আতিথেয়তা, জৈব খাবার, কাঠের হোমস্টে আর পাহাড়ি বাতাস মিলে এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি করে। সকালে জানলার বাইরে ভাসমান মেঘ, বিকেলে সূর্য ডুবে যায় কিন্তু পাহাড়ের রঙে থেকে যায় তার ছোঁয়া। রাতে বন ফায়ারের আলোয় গল্প আর হাসির উষ্ণতা...এক্কেবারে জমে ক্ষীর যাকে বলে। তাই না!
advertisement
4/4
দরখোলার আশেপাশে রয়েছে একাধিক ঘোরার জায়গা। লাভা মঠ, নিয়োরা ভ্যালি ন্যাশনাল পার্ক, চাঙ্গে ফলস, লোলেগাঁও, রিশপ প্রভৃতি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যও দেখা যায় পরিষ্কার দিনে। স্থানীয়দের অধিকাংশই নেপালি ও লেপচা সম্প্রদায়ভুক্ত, যাঁদের জীবনযাপন ও সংস্কৃতিতেও মিশে আছে পাহাড়ের ছোঁয়া। তাই পাহাড়ি নীরবতার মধ্যে কিছুটা সময় কাটাতে চাইলে দরখোলা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Offbeat Tourism: লাভা থেকে মাত্র ৬ কিমি দূরে নতুন 'পাহাড়ি স্বর্গ'! নিরিবিলি পরিবেশ, সঙ্গীর সঙ্গে রাত কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল