Offbeat Destination in Kolkata: নামমাত্র খরচ, কলকাতার কাছেই রয়েছে নির্জনতার সেরা ঠিকানা, পুজোর ছুটিতে ঢুঁ মারুন 'এই' সমুদ্র-সৈকতে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Offbeat Destination in Kolkata: এই পুজোয় ঘুরে আসুন গোবর্ধনপুরের নির্জন সমুদ্র সৈকত থেকে। যাদের ভিড় পছন্দ নয় তাদের জন্য এই সৈকত একেবারে পারফেক্ট ডেস্টিনেশন।
advertisement
1/6

এই পুজোয় ঘুরে আসুন গোবর্ধনপুরের নির্জন সমুদ্র সৈকত থেকে। যাদের ভিড় পছন্দ নয় তাদের জন্য এই সৈকত একেবারে পারফেক্ট ডেস্টিনেশন।
advertisement
2/6
পরের পুজোয় হয়ত আপনি আর এই নির্জনতা পাবেন না। তখন গোবর্ধনপুরের সঙ্গে স্থলভাগের রোরো সার্ভিস চালু হবে। তখন অনেকেই যাবে এখানে।
advertisement
3/6
সেইজন্য শেষবারের মতো নির্জনতা উপভোগ করতে ঘুরে আসুন গোবর্ধনপুর থেকে। এখানে আপনি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের অতিথিশালা ও একটি হোম-স্টেতেও থাকতে পারেন।
advertisement
4/6
এখানে আসলে আপনি দেখতে পাবেন খোলা সমুদ্র সৈকতে সূর্যোদয় অথবা সূর্যাস্ত। গোবর্ধনপুরের সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার চওড়া।
advertisement
5/6
সুন্দরবনের অপরূপ শোভা থেকে শুরু করে সমুদ্র সৈকত সবই পাবেন এখানে। এই দ্বীপের নির্জনতা বেলাভূমিকে পরিণত করছে নৈস্বর্গিক ক্ষেত্রে।
advertisement
6/6
এই বেলাভূমিতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে গরান, সুন্দরী, হেতালের জঙ্গল। ভাগ্য প্রসন্ন থাকলে নদীর চড়ে দেখা মিলবে কুমিরের।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Offbeat Destination in Kolkata: নামমাত্র খরচ, কলকাতার কাছেই রয়েছে নির্জনতার সেরা ঠিকানা, পুজোর ছুটিতে ঢুঁ মারুন 'এই' সমুদ্র-সৈকতে