Offbeat Destination Near Kolkata: এক দিনেই হবে বুকিং! কলকাতার কাছে পিঠে দারুণ সস্তার ট্যুরিস্ট স্পট!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Tourist Destination for Holi 2024: রঙের উৎসবে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা না থাকলে, কাছেপিঠেই ঘুরে আসুন ডায়মন্ডহারবার কলেজ পাড়ে। এখানে হুগলি নদীর পাড়ে পাবেন নৈস্বর্গিক পরিবেশ।
advertisement
1/6

রঙের উৎসবে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা না থাকলে, কাছেপিঠেই ঘুরে আসুন ডায়মন্ডহারবার কলেজ পাড়ে। এখানে হুগলি নদীর পাড়ে পাবেন নৈস্বর্গিক পরিবেশ।
advertisement
2/6
সারাবছর এখানে প্রেমিক-প্রেমিকাদের আনাগোনা লেগেই থাকে। ডায়মন্ডহারবার ফকির চাঁদ কলেজের পাশের রাস্তা দিয়ে যাওয়া যায় এখানে।
advertisement
3/6
সারাদিন এখানে বসে থাকলে কেউ কিছু বলবেনা। হাতে সময় খুব কম থাকলে, অথবা সুনির্দিষ্ট কোনও প্লান না থাকলে অবশ্যই কম সময়ের মধ্যে আপনি ঘুরে আসুন কলেজ পাড় থেকে।
advertisement
4/6
ডায়মন্ডহারবার স্টেশন থেকে মাত্র ৫ মিনিট বাইক চালিয়ে যাওয়া যায় এখানে। এখানে হুগলি নদীর তীরে খুব সুন্দর পরিবেশ রয়েছে।
advertisement
5/6
কলেজ পাড় থেকে কিছু দূরেই রয়েছে দেউলপোতা। এখানে একসময় প্রত্নতাত্বিক খনন কাজ চালানো হয়েছিল। এখন সেখানে একটি উঁচু ঢিপি রয়েছে।
advertisement
6/6
ঢালু রাস্তায় বাইক চালাতে খুব ভালোই লাগবে এখানে। রাস্তার দুদিকে রয়েছে ফুলের গাছ, আর রয়েছে ইটভাটা তাহলে আর দেরি কিসের ঘুরে আসুন দেউলপোতা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Offbeat Destination Near Kolkata: এক দিনেই হবে বুকিং! কলকাতার কাছে পিঠে দারুণ সস্তার ট্যুরিস্ট স্পট!