TRENDING:

Dooars: পুজোয় ২৫০ টাকায় সেরা ডুয়ার্স ট্রিপ! রাজকীয় থাকা-খাওয়ার ব্যবস্থা, কীভাবে বুকিং করবেন? জানুন

Last Updated:
Dooars Trip: মাত্র ২৫০ টাকায় সব রকম সুবিধা-সহ সাজানো গোছানো, পরিষ্কার -পরিচ্ছন্ন ঘর। বেশি মূল্য ব্যয় করলে পেয়ে যাবেন অত্যাধুনিক সুবিধা সহ ডিলাক্স রুম। আর খাবার দাবারের মান যেমন উন্নত-সুস্বাদু, দামও এক্কেবারে পকেট সাধ্য।
advertisement
1/7
পুজোয় ২৫০ টাকায় সেরা ডুয়ার্স ট্রিপ!রাজকীয় থাকা-খাওয়ার ব্যবস্থা,রইল বুকিং ডিটেলস
*পুজোর মরশুমে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও পকেটে টান? ঘোরা- থাকা নিয়ে খরচ বেড়ে যাচ্ছে? তা হলে আর চিন্তা নেই। স্বল্প খরচে ডুয়ার্স ঘোরা সহ থাকা খাওয়ার বিস্তারিত রইল এই প্রতিবেদনে। প্রতিবেদনঃ সুরজিৎ দে। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*পুজোর আর বাকি ক'টা দিন। পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যানিং প্রোগ্রাম এখন থেকেই শুরু করে দিয়েছেন ভ্রমণপ্রেমীরা। ডুয়ার্স আসার প্ল্যান থাকলে অত্যন্ত স্বল্প খরচে থাকা খাওয়ার সুযোগ দিচ্ছে জলপাইগুড়ির অন্তর্গত চালসা যুব আবাসন কেন্দ্র। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*মাত্র ২৫০ টাকা খরচ করলেই মিলবে সব রকম সুবিধা-সহ সাজানো গোছানো, পরিষ্কার -পরিচ্ছন্ন ঘর। বেশি মূল্য ব্যয় করলে পেয়ে যাবেন অত্যাধুনিক সুবিধা সহ ডিলাক্স রুম। আর খাবার দাবারের মান যেমন উন্নত-সুস্বাদু, দামও এক্কেবারে পকেট সাধ্য। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*এই আবাস কেন্দ্রে অনলাইনে বুকিং করার সুবিধা রয়েছে, এবং আগত পর্যটকরা সরাসরি এখানে এসেও বুকিং করতে পারবেন। এবার প্রশ্ন আসতেই পারে থাকার খাওয়ার ব্যবস্থা তো হল, ঘোরার জন্যে ভিউ স্পট কি কি রয়েছে? চালসার এই যুব আবাসন কেন্দ্রটি ডুয়ার্সের জঙ্গলের কাছাকাছিই রয়েছে। তাই হাতের নাগালেই পেয়ে যাবেন লাটাগুড়ি, গরুমারা, কাঠামবাড়ি, ধূপঝোড়া সহ স্থানীয় ঘন জঙ্গল ঘুরে দেখার সুযোগ। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*পুজোর মরশুমে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে জঙ্গলে। হাতি সাফারি থেকে শুরু করে মোষের গাড়িতে করে জঙ্গল ভ্রমণ সবেরই অনুভূতি হবে রোমাঞ্চকর। কপালে থাকলে বন্যপ্রাণীর দেখা মিলতে পারে দোরগোড়ায়। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*তবে শুধুই যে সবুজ ঘন জঙ্গল আর শান্ত পরিবেশ মন কাড়বে তা কিন্তু নয়। পার্শ্ববর্তী জনপ্রিয় ভিউস্পট দেখতে চাইলে জঙ্গল ছেড়ে খানিকটা পথ পেরোলেই দেখা মিলবে পাহাড়ের। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*লাভা-লোলেগাঁও, সামসিং, রকি আইল্যান্ড এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো রয়েছে হাতের নাগালে। এমনকি মন চাইলে হতে পারে বিদেশ ভ্রমণও। কারণ, এক্কেবারে কাছেই রয়েছে ভুটান। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dooars: পুজোয় ২৫০ টাকায় সেরা ডুয়ার্স ট্রিপ! রাজকীয় থাকা-খাওয়ার ব্যবস্থা, কীভাবে বুকিং করবেন? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল