TRENDING:

Honeymoon Destination: সঙ্গীর সঙ্গে উত্তাল রোম্যান্স, কাপল ফ্রেন্ডলি রিসর্ট! হানিমুনে ডেস্টিনেশন হোক এই পাহাড়ি হ্যামলেট

Last Updated:
North Bengal Honeymoon Destination : শীতের মরশুমে একটু অফবিট জায়গায় খোঁজ করছেন। তাহলে ঘুরে আসুন রামধুরা। রামধুরায় পৌঁছে আপনি প্রতি মুহূর্ত উপভোগ করতে পারবেন।
advertisement
1/6
সঙ্গীর সঙ্গে উত্তাল রোম্যান্স, কাপল ফ্রেন্ডলি রিসর্ট!হানিমুনে ডেস্টিনেশন রামধুরা
*মেঘেদের দেশে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলে আসুন রামধুরায়। ৫৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই রামধুরায় প্রকৃতির সঙ্গে বাস করেন দেবতাও। বলা হয় ভগবান রামচন্দ্রের নামে এই গ্রামের নাম। ধুরা অর্থে গ্রাম।
advertisement
2/6
*এখানের শিবের শ্বেতশুভ্র মন্দিরে জল ঢালার জন্য জল আনতে যেতে হয় তিস্তায়। যদিও এই শিব মন্দিরে যেতে রামধুরা থেকে একটু ছোট্ট ট্রেক করে নিতে হয়। পাহাড়ি পথ ভেঙে উঠতে হয় উপরে।
advertisement
3/6
*সকালে ঘুম থেকে উঠে হোমস্টের জানলা খুললেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা অন্য অনেক জায়গা থেকেই দেখতে পাবেন না। দেখবেন অপূর্ব সেই রূপ। যে রূপের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন ভ্রমণ পিপাসু মানুষ। তাদের জন্য রামধুরা একেবারে আদর্শ জায়গা।
advertisement
4/6
*রামধুরা থেকে একাধিক ট্রেকিং রুট আছে। জঙ্গলের মধ্য দিয়ে পায়ে চলা পথ। চারপাশে কুয়াশার রহস্যময়তা। দূরের জিনিস ভালো করে বোঝা যায় না। আর এটাই ম্যাজিক রামধুরার।
advertisement
5/6
*এখান থেকে কাছেই এই জলসা ভিউ পয়েন্ট। একবার দেখে আসতে পারেন। ১৯৩০ সালের সেই জলসা বাংলো আজও আছে। কাঠের বাংলো যেন অতীত দিনের ফেলে আসা কথা বলে পর্যটকদের।
advertisement
6/6
*এনজেপি থেকে সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারেন রামধুরা। তবে শেয়ার গাড়িতে কালিম্পং হয়ে এলে খরচ অনেকটাই কম পড়বে। কম খরচে ঘুরে আসতে পারেন রামধুরা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Honeymoon Destination: সঙ্গীর সঙ্গে উত্তাল রোম্যান্স, কাপল ফ্রেন্ডলি রিসর্ট! হানিমুনে ডেস্টিনেশন হোক এই পাহাড়ি হ্যামলেট
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল