North Bengal Trip: পাহাড় ঘেঁষে বইছে খরস্রোতা, মন ভাল করতে ঘুরে আসুন পাহাড়ি এই গ্রামে, সৌন্দর্যে হারিয়ে যাবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
North Bengal Trip: পুজোয় একবার হলেও চলে আসুন আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত পানিঝোরা গ্রামে। স্থানীয়দের আতিথেয়তার পাশাপাশি হরেক রকমের বই আপনাকে নিয়ে যাবে অন্য এক স্থানে।
advertisement
1/7

*এই গ্রামে এলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পড়তে পারবেন বই।জেলার প্রথম বইগ্রাম একেবারে তৈরি পর্যটকদের স্বাগত জানাতে। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*এবার পুজোয় একবার হলেও চলে আসুন আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত পানিঝোরা গ্রামে। স্থানীয়দের আতিথেয়তার পাশাপাশি হরেক রকমের বই আপনাকে নিয়ে যাবে অন্য এক স্থানে।সম্প্রতি এই গ্রামে এসেছিলেন আলিপুরদুয়ার জেশাশাসক আর বিমলা। আনুষ্ঠানিকভাবে এই গ্রাম বইগ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*গ্রামটিকে বইগ্ৰাম হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েছে একদল যুবক ও এক শিক্ষক। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন।মহারাষ্ট্রের ভিলার ও কেরলের পেরুকালেমের পর পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার জেলার পানিঝোরায় তৈরি হল বইগ্রাম। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া একটি ছোট গ্রাম পানিঝোরা। এই গ্রামে বসবাস সাতটি আদিবাসী সম্প্রদায় ও অনগ্রসর শ্রেণীর মানুষদের। শিক্ষার পাশাপাশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই গ্রামটি। এই গ্রামে ঢুকলেই বাড়ি বাড়ি মিলবে গ্রন্থাগার। প্রতিটি বাড়িতে ছোটো ছোটো গ্ৰন্থাগার রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*গ্ৰামে একটা বড় গ্ৰন্থাগার করা হয়েছে।জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, "শিক্ষাক্ষেত্রে এই গ্রামের ভূমিকা যেমন অনবদ্য থাকবে, তেমনি পর্যটনেও আলাদা মাত্রা যোগ করবে গ্রামটি। এই গ্রামে স্বাক্ষরতার হার কম, সামনে বই থাকলে পড়ার ইচ্ছে জাগবে। একটি গ্রামকে বই দিয়ে সাজিয়ে তুলতে পেরে জেলা প্রশাসন খুশি।" সংগৃহীত ছবি।
advertisement
6/7
*গ্ৰামে একটা বড় গ্ৰন্থাগার করা হয়েছে।জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, "শিক্ষাক্ষেত্রে এই গ্রামের ভূমিকা যেমন অনবদ্য থাকবে, তেমনি পর্যটনেও আলাদা মাত্রা যোগ করবে গ্রামটি। এই গ্রামে স্বাক্ষরতার হার কম, সামনে বই থাকলে পড়ার ইচ্ছে জাগবে। একটি গ্রামকে বই দিয়ে সাজিয়ে তুলতে পেরে জেলা প্রশাসন খুশি।" সংগৃহীত ছবি।
advertisement
7/7
*বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ার সামনেই রয়েছে গ্রামটি। পর্যটকরা এই এলাকায় এমনিতে আসেন, পুজোয় মন ভাল করার জন্য আসুন এই গ্রামে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Trip: পাহাড় ঘেঁষে বইছে খরস্রোতা, মন ভাল করতে ঘুরে আসুন পাহাড়ি এই গ্রামে, সৌন্দর্যে হারিয়ে যাবেন