TRENDING:

Darjeeling Trip: গ্রামে ঢুকলেই স্বাগত জানাবে পাহাড়-জঙ্গল-ঝর্ণা, কোথায় জেনে আজই বেড়ানোর প্ল্যান করে নিন

Last Updated:
Darjeeling Trip: পাহাড়ি এই অচেনা গ্রামে ঢুকতেই চারদিকে সবুজে ঘেরা পাহাড় জঙ্গল এবং পাহাড়ের বুক চিরে ঝর্ণা স্বাগত জানাবে আপনাকে।
advertisement
1/7
গ্রামে ঢুকলেই স্বাগত জানাবে পাহাড়-জঙ্গল-ঝর্ণা, কোথায় জেনে বেড়ানোর প্ল্যান করুন
*পাহাড়প্রেমী মানুষদের কাছে পাহাড় এক অন্যরকম ভালবাসা এবং আবেগের জায়গা। সেই অর্থেই একটু ফাঁকা সময় পেলেই পাহাড় প্রেমীরা ছুটে চলে আসে পাহাড়ে। দুর্গাপুজোর ছুটি হোক বা গরমের ছুটি পর্যটকদের ভিড়ে হামেশাই জমজমাট থাকে পাহাড়। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*যদি আপনি এই দুর্গাপুজোয় দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে এই জায়গাটি হতে চলেছে আপনার জন্য সেরা ঠিকানা। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পাহাড়কে উপভোগ করতে মরিয়া হয়ে থাকে পর্যটকেরা। সেই অর্থেই পাহাড়ের বুকে নতুন কোনও জায়গার খোঁজ পেলে খুশির যেন সীমা থাকে না। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*দার্জিলিং তো অনেক গিয়েছেন এবার দার্জিলিং শহরের ভিড় ছেড়ে শহর থেকে একদম কাছে দার্জিলিং যাওয়ার রাস্তায় শান্ত নিরিবিলি পরিবেশে এই জায়গা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। দূর-দূরান্ত থেকে ছুটির দিন হোক বা উইকেন্ডে পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়ি এই গ্রামে। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*চারিদিকে পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে এই গ্রাম। স্বল্প জনবসতি দিয়ে গড়ে ওঠা এই গ্রামে বর্তমানে রাত্রিযাপনের জন্য তৈরি হয়েছে বেশ কিছু হোমস্টে। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ি গ্রামের মাঝ দিয়ে নিজের গতিতে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণা। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*আপনি চাইলে এই ঝর্ণার জলে পা চুবিয়ে প্রকৃতির আনন্দ উপভোগ করতে পারেন। এই জায়গার প্রসঙ্গে গ্রামের এক স্থানীয় বাসিন্দা দেবযানী প্রধান বলেন, একটু শান্তির খোঁজে এই গ্রামে ছুটে আসে পর্যটকেরা। চারিদিকে সবুজে ঘেরা ওই জায়গায় যেমন দু-চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করা যায় তার পাশাপাশি চারিদিকে চা বাগানে ঘেরা পাহাড়ের মধ্যে লেকের মধ্যে বোটিং থেকে শুরু করে চলতি মাসেই এটিভি অ্যাডভেঞ্চার রাইড থেকে শুরু করে প্যারালাইডিং-সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মজা নিতে পারবে পর্যটকেরা সঙ্গে থাকবে লোকাল খাওয়ার খাবার মজা। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*পাহাড় মানে পর্যটকদের কাছে এক আবেগের জায়গা সেই অর্থে পাহাড়ের বুকে এমন অজানা জায়গার খোঁজ পেলে মন যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এখানে এলেই মনের সঙ্গে প্রকৃতির যেন এক অপরূপ মেলবন্ধন ঘটে, যেখানে চারিদিকে প্রকৃতির সবুজ ছোঁয়ায় আপনার মন মুগ্ধ হয়ে উঠবে। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*পুজোর ছুটিতে আপনিও যদি দার্জিলিং যাবার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই ঘুরে যান দার্জিলিংয়ের বুকে রোহিণীর আল টপ থেকে। চারিদিকে পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রামে আসলেই দু-চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করতে করতে তার মাঝেই হারিয়ে যাবেন আপনি। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Darjeeling Trip: গ্রামে ঢুকলেই স্বাগত জানাবে পাহাড়-জঙ্গল-ঝর্ণা, কোথায় জেনে আজই বেড়ানোর প্ল্যান করে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল