Weekend Trip: ৭০০ টাকায় বক্সা ভ্রমণের সঙ্গে এলাহি খানাপিনা, লাগবে না এন্ট্রি ফি-ও, বিস্তারিত জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Weekend Trip: পুজোর মুখে ডুয়ার্স পর্যটনে ব্যাপক গুরুত্ব দিতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। একদিনে বক্সার পর্যটনস্থলগুলি ঘুরে দেখতে পারবেন পর্যটকরা মাত্র ৭০০ টাকায়।
advertisement
1/6

*পুজোর মুখে ডুয়ার্স পর্যটনে ব্যাপক গুরুত্ব দিতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। একদিনে বক্সার পর্যটনস্থলগুলি ঘুরে দেখতে পারবেন পর্যটকরা মাত্র ৭০০ টাকায়। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*এই প্যাকেজে থাকছে বক্সা, জয়ন্তী, রাজাভাতখাওয়া, ভুটানঘাট-এর মত স্থানগুলি।পরিবহন সংস্থার তরফে জানা গিয়েছে আপাতত বিশ্বকর্মা পুজোর পর ৩টি বাস নিয়ে রাস্তায় নামা হবে। ১৬টি সিট থাকবে বাসগুলিতে। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*১০টি সিট ভরে গেলে চলতে শুরু করবে বাসগুলি।পরবর্তীতে আরও বাস নামানো হবে।সব থেকে বড় বিষয় পর্যটকদের জঙ্গলে প্রবেশের সময় এন্ট্রি ফি দিতে হবে না। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*সংস্থার তরফে চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, 'সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা অনলাইন করতে চলেছি। টিকিট অনলাইন হলে পর্যটকদের নাম, পরিচয় আমরা জেনে যাব। সেই বুঝেই আগে থেকে এন্ট্রি ফী করিয়ে নিতে পারব।" তবে বাসটিতে এসি থাকবে কি না? তা জানা যায়নি। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*এই বাসের জন্য মাথাপিছু পর্যটকদের দিতে হবে বাস ভাড়া ৭০০ টাকা। এই ৭০০ টাকায় থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ-র ব্যবস্থা। তার মধ্যে সবচেয়ে প্রত্যন্ত এলাকা ভুটানঘাট। পাহাড় ও নদী ঘেরা এই এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বিশেষ অনুমতি থাকলেই সেখানে যাওয়া সম্ভব। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*পর্যটকদের কথা মাথায় রেখে এই সুযোগ করে দিচ্ছে সরকারি পরিবহন সংস্থা। এই বাসটি আগামী মার্চ মাস পর্যন্ত চলবে বলে জানা যায়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: ৭০০ টাকায় বক্সা ভ্রমণের সঙ্গে এলাহি খানাপিনা, লাগবে না এন্ট্রি ফি-ও, বিস্তারিত জানুন