Nawabi Biriyani: তেলতেলে খাসি-ডিম-বড় আলুর মিশেলে নবাবী বিরিয়ানি, ম ম করা গন্ধ-স্বাদে লোভ সামলাতে পারা কঠিন! কোথায়?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Nawabi Biriyani: ফুড প্লাজাতে মিলছে বিশেষ নবাবী বিরিয়ানি। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে।
advertisement
1/7

আপনার অর্ডার দেওয়া বিরিয়ানি তৈরি হচ্ছে শুধুমাত্র আপনারই জন্য। হ্যাঁ এমনটাই পাবেন বিরিয়ানি খেতে গেলে। (রিপোর্টার- কৌশিক অধিকারী)
advertisement
2/7
খাসির মাংস বা চিকেন, বড় আলুর টুকরো, একটা ডিম আর ধোঁয়া ওঠা সাদা-হলুদের মিশেলে এক থালা মুর্শিদাবাদ বিরিয়ানি।
advertisement
3/7
মুর্শিদাবাদ জেলা মানেই নবাবের ইতিহাস। আর তার সঙ্গে জুড়ে আছে মটন আর চিকেন বিরিয়ানি। যা মিলছে মুর্শিদাবাদ জেলার কান্দিতে।
advertisement
4/7
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে অবস্থিত ফুড প্লাজাতে মিলছে মুর্শিদাবাদ বিরিয়ানি। একদা নবাবের জেলার নামেই এই বিরিয়ানি মিলছে পকেটের দামেই।
advertisement
5/7
চিকেন পছন্দ করেন না, এমন খুবই কম রয়েছেন। মুরগির মাংস থেকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। এতে প্রোটিন-সহ অনেক পুষ্টিকর উপাদান রয়েছে।
advertisement
6/7
নবাবের জেলা মুর্শিদাবাদ। অনেকেই মুর্শিদাবাদ জেলাতে আসেন ইতিহাসের সন্ধান নিতে, ভ্রমণের উদ্দেশ্যে।
advertisement
7/7
তাই এসে খেতে পারেন এই মুর্শিদাবাদ বিরিয়ানি। (রিপোর্টার- কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nawabi Biriyani: তেলতেলে খাসি-ডিম-বড় আলুর মিশেলে নবাবী বিরিয়ানি, ম ম করা গন্ধ-স্বাদে লোভ সামলাতে পারা কঠিন! কোথায়?