মাত্র দশ মিনিটেই ঘরোয়া উপাদান দিয়েই দূর করুন কনুইয়ের কালচে ভাব !
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Dark Elbows: এভাবে পর পর সাতদিন করলেই তফাত বুঝবেন।
advertisement
1/6

মুখের ত্বকের যত্ন আমরা নিয়মিত নিয়ে থাকি। কিন্তু কনুইয়ের দিকে চোখ পড়লেই মনটা খারাপ হয়ে যায়? তার কারণ কনুইয়ের বিশ্রী কালো ছোপ আর অতিরিক্ত শুকনোভাব। এই দাগ সহজে যেতেও চায় না! তবে এমন কয়েকটি ঘরে তৈরি প্যাক রয়েছে যেগুলি কাজে লাগিয়ে হাঁটু বা কনুইয়ের কালচে দাগ সহজেই দূর করা যায়। জেনে নিন কীভাবে photo source collected
advertisement
2/6
একটা লেবুকে দু'টো ভাগে কেটে নিন। এর পর প্রতিটি ভাগে কিছুটা করে চিনি ছড়িয়ে দিন। এরপর এই লেবু গুলো খুব ভাল করে দুই কনুইতে ঘষে নিন। এর পর কিছুক্ষণ ছেড়ে রাখুন। এবার দই ও বেসন মিশিয়ে নিন একটি পাত্রে। কনুইতে এই লেপ লাগিয়ে শুকিয়ে নিন। ঘষে ঘষে তুলে ফেলুন। এভাবে পর পর সাতদিন করলেই তফাত বুঝবেন।photo source collected
advertisement
3/6
দই, বেসন ও পাতিলেবুর প্যাক: ১ চামচ বেসন, ১ চামচ টকদই, ১ চামচ পাতিলেবুর রস আর ১ চামচ চিনি একসঙ্গে মিশিয়ে নিয়ে কনুইয়ে অন্তত ১০ মিনিট মালিশ করুন। ৫ মিনিট প্যাকটিকে রেখে দিন। তারপর ভাল করে ধুয়ে ফেলুন। এই ভাবে সপ্তাহে ২ দিন করলে দ্রুত ফল পাবেন। photo source collected
advertisement
4/6
চিনি আর অলিভ অয়েল: চিনির সঙ্গে অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিয়ে কনুইয়ে ১০ মিনিট ভাল করে মালিশ করুন। ৫ মিনিট প্যাকটিকে রেখে দিন। তারপর ভাল করে ধুয়ে ফেলুন। photo source collected
advertisement
5/6
দুধ আর বেকিং সোডা: পরিমাণমতো বেকিং সোডার সঙ্গে দুধ মিশিয়ে একটা থকথকে পেস্টের মতো করুন। এই পেস্ট দুই কনুইয়ে মেখে মিনিট তিনেক চক্রাকারে মাসাজ করুন। তারপর মিনিট পাঁচেক রেখে ভাল করে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে কালচেভাব কমে আসবে photo source collected
advertisement
6/6
একটা শসা থেকে একটু মোটা করে দুটো টুকরো কেটে নিন আর তা কনুইয়ে মিনিট দশেক ঘষতে থাকুন। তারপর পাঁচ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। শসার রসের সঙ্গে লেবুর রস মিশিয়েও লাগাতে পারেন, সে ক্ষেত্রে দুটো রসই সমপরিমাণে নিতে হবে। photo source collected