TRENDING:

Healthy Fruits: নীরোগ ও লম্বা জীবন চান? আম, তরমুজের পাশে অনাদরে পড়ে থাকা এই ফল খান

Last Updated:
Healthy Fruits: অনেকেই আমরা সহজলভ্য অথচ কার্যত অনাদৃত এই ফলের গুণ জানি না৷
advertisement
1/8
নীরোগ ও লম্বা জীবন চান? আম, তরমুজের পাশে অনাদরে পড়ে থাকা এই ফল খান
গরমকালে মানেই ফলের বাহার৷ এ সময়ের যা যা সমস্যা, সে সবের সমাধান লুকিয়ে এই সময়কার মরশুমি ফলে৷ এ সময় বাজারে অঢেল পরিমাণে পাওয়া যায় ফুটি বা খরমুজ৷ অনেকেই আমরা সহজলভ্য অথচ কার্যত অনাদৃত এই ফলের গুণ জানি না৷
advertisement
2/8
খরমুজে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে৷ ফলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে৷ সুস্থ থাকে হৃদযন্ত্র৷ ফলে দীর্ঘায়ু হওয়া কঠিন হয় না৷
advertisement
3/8
এই ফলের বিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্য ভাল রাখতে জুড়িহীন৷ দৃষ্টিশক্তি উজ্জ্বল করার পাশাপাশি এই উপাদান ছানি রোধ করে৷
advertisement
4/8
ফুটি বা খরমুজের নির্যাস অক্সিকাইনের প্রভাবে ভাল থাকে কিডনি৷ নিয়মিত ডায়েটে খরমুজ থাকলে কিডনি পরিষ্কার থাকে৷
advertisement
5/8
এই ফলের গুণে ঋতুস্রাবকালীন যন্ত্রণা কমে যায়৷ একইসঙ্গে খরমুজের শাঁস ও বীজ আমাদের ত্বক উজ্জ্বল রাখে৷ ফেসপ্যাকে এই উপাদান দিলে শুষ্ক ত্বক ভাল থাকে৷
advertisement
6/8
তরমুজের মতো খরমুজেও জলীয় অংশ প্রচুর৷ ফলে বদহজম, কোষ্ঠকাঠিন্য, গ্যাস-সহ হজমের সব রকম সমস্যা দূর হয়৷
advertisement
7/8
এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে৷ এই অ্যান্টিঅক্সিড্যান্ট রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে৷ পাশাপাশি এই ফলের ফাইটোকেমিক্যালস ভাল রাখে আমাদের যকৃতের স্বাস্থ্য৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Fruits: নীরোগ ও লম্বা জীবন চান? আম, তরমুজের পাশে অনাদরে পড়ে থাকা এই ফল খান
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল