Oral Cancer: এই পাঁচটি ওরাল ক্যানসারের প্রাথমিক লক্ষণ! সাধারণ একটিও উপসর্গ শরীরে থাকলে সাবধান...! শরীরে বাসা বাঁধছে প্রাণঘাতী রোগ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Oral Cancer: ওরাল ক্যানসার বা মুখের ক্যানসার প্রতিরোধে প্রথম লক্ষণগুলি চিনে নেওয়া অত্যন্ত জরুরি। এই রোগের পাঁচটি প্রাথমিক উপসর্গ থাকলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিক ধাপে ধরা পড়লে প্রাণ বাঁচানো সম্ভব।
advertisement
1/10

*ভারতে সবচেয়ে বেশি দেখা দেওয়া ক্যানসারগুলির মধ্যে একটি হলো ওরাল ক্যানসার (Oral cancer)। এটি মুখের ক্যানসার নামেও পরিচিত। সাধারণত মুখগহ্বরে বা গলায় যে কোষগুলি থাকে সেগুলিতে এই ক্যানসার শুরু হয়। এটি ঠোঁট, জিভ, গাল, মুখের ভিতরের তলা, মাড়ি এবং তালুতে প্রভাব ফেলে। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*এই মারণ রোগ প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়। তবে যদি সময়মতো উপসর্গগুলি চিনে চিকিৎসা শুরু করা যায়, তাহলে মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমে যায়। চলুন জেনে নিই মুখের ক্যানসার আগাম বোঝার ৫টি সাধারণ লক্ষণ। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*মুখে, গলায় বা চোয়ালে অস্বাভাবিক গাঁট বা ফোলা দেখা দিলে সতর্ক হওয়া দরকার। এটি ক্যানসারজনিত টিউমার হতে পারে। সাধারণত এই ধরনের টিউমারগুলো সাদা বা লাল দাগ বা গাঁটের মতো দেখা দেয় এবং সময়ের সঙ্গে সঙ্গে শক্ত হয়ে ওঠে। এ রকম লক্ষণ দেখা দিলে ওরাল ক্যানসারের স্ক্রিনিং করিয়ে নেওয়া উচিত। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*মুখে বা ঠোঁটে ক্রমাগত ব্যথা বা জ্বালা ভাব থাকলে সেটিও চিন্তার বিষয়। অনেকেই মনে করেন এটি স্নায়ুর সমস্যা বা দাঁতের যন্ত্রণার কারণে হচ্ছে, কিন্তু আসলে তা ক্যানসারের উপসর্গ হতে পারে। মুখ বা গলায় যেকোনো অস্বাভাবিকতা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*মুখে ঘা বা আলসার হলে এবং তা দুই সপ্তাহের মধ্যে না সারলে সেটিকে সাধারণভাবে নেওয়া উচিত নয়। মুখে স্বাভাবিক ঘা সাধারণত দ্রুত সেরে যায়। কিন্তু ওরাল ক্যানসার থাকলে এই ঘাগুলি ভালো হয় না এবং আরও খারাপের দিকে যেতে পারে। এই ঘা ঠোঁট, মাড়ি বা গালের ভিতরে দেখা দিতে পারে। অনেক সময় রক্তপাত বা অস্বস্তি হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*নানা কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। তবে এই গন্ধ যদি দীর্ঘদিন ধরে থাকে এবং কোনও উপায়েই না যায়, তাহলে এটি মুখের ক্যানসারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। এটি হালকা করে না দেখে চিকিৎসা করা উচিত। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*চোয়াল বা জিভ ঠিকমতো না নড়া, চিবাতে বা গিলতে অসুবিধা হওয়া–এই উপসর্গগুলিকে অবহেলা করা যাবে না। এটি মুখের ক্যানসারের সতর্ক সংকেত হতে পারে। অনেক সময় গলায় দলা বা খাবার আটকে থাকার অনুভূতি হয়। যদিও অ্যাসিড রিফ্লাক্স বা সংক্রমণ থেকেও এমনটা হতে পারে, তবুও এটি দীর্ঘদিন চললে উপযুক্ত চিকিৎসা দরকার। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*ওরাল ক্যানসারের পেছনে কিছু বড় কারণ রয়েছে। যেমন: ধূমপান করা বা চিবিয়ে তামাক সেবন করা, অতিরিক্ত মদ্যপান, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সংক্রমণ, দীর্ঘ সময় সূর্যের তাপে থাকা, অপর্যাপ্ত পুষ্টি, এবং মুখে দীর্ঘস্থায়ী জ্বালা বা ইনফ্ল্যামেশন – সবই এই রোগের ঝুঁকি বাড়ায়। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*এইসব উপসর্গ বা অভ্যাসগুলিকে অবহেলা করলে বিপদের সম্ভাবনা বেড়ে যায়। তাই যদি এর কোনও একটি লক্ষণও আপনার শরীরে দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসা করানো প্রয়োজন। প্রাথমিক স্তরে ধরা পড়লে ওরাল ক্যানসার সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*মুখের ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোই আজকের প্রধান লক্ষ্য। নিয়মিত চিকিৎসা পরামর্শ নেওয়া, ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকা, এবং সঠিক পুষ্টিকর খাদ্য গ্রহণ করলেই এই মরণ রোগ থেকে দূরে থাকা সম্ভব। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Oral Cancer: এই পাঁচটি ওরাল ক্যানসারের প্রাথমিক লক্ষণ! সাধারণ একটিও উপসর্গ শরীরে থাকলে সাবধান...! শরীরে বাসা বাঁধছে প্রাণঘাতী রোগ