Mosquito Repellent Plants: বাড়িতে রাখুন লেমন গ্রাস-সহ ৩ গাছের যে কোনওটি! গোটা শীতে একটা মশাও বাড়ির আশপাশে আসবে না, পাক্কা ম্যাজিক
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Mosquito Repellent Plants: বাড়িতে যদি সহজলভ্য চারটি-পাঁচটি ভেষজ গাছ রাখেন তাহলে অনায়েসেই দূর হবে মশা! গাছের সুগন্ধে ম ম করবে গোটা ঘর। আর সেই সব গাছের গন্ধেই মশা তাড়ানোর যাবে সহজেই।
advertisement
1/6

*জানেন কী আপনার বাড়িতে যদি সহজলভ্য চারটি-পাঁচটি ভেষজ গাছ রাখেন তাহলে অনায়েসেই দূর হবে মশা! গাছের সুগন্ধে ম ম করবে গোটা ঘর। ভাবছেন কোথায় পাবেন এই গাছ? আর কতই বা দাম? চিন্তার কিছু নেই, একদম বিনামূল্যে পেয়ে যাবেন মশা তাড়ানোর ভেষজ গাছ।
advertisement
2/6
*বাঁকুড়া জেলা আয়ুষ শাখার উদ্যোগে একটি ভেষজ গাছের ছাদ বাগান রয়েছে যার নাম আয়ুষ ভেষজ উদ্যান। যেখানে প্রায় ৭০-এরও বেশি ভেষজ উদ্ভিদ টবে বসানো রয়েছে। প্রত্যেকটি গাছই আমাদের চারপাশে সহজলভ্য। এই গাছগুলির মধ্যে লেমন গ্রাস, সিট্রেনেলা, মিন্ট, জোয়ান এবং নিশিন্ধা। এই ভেষজ উদ্ভিদগুলি বাড়িতে রাখলেই পালিয়ে যাবে মশা। ডেঙ্গি থাকবে দূরে।
advertisement
3/6
*বাঁকুড়ার গৃহস্থরা যাতে খুব সহজে সহজলভ্য এই গাছগুলিকে চিনতে পারেন এবং উদ্ভিদ গুলির ভেষজ গুণ বুঝে যথার্থ ব্যবহার করতে পারেন সেই কারণেই আয়ুষ শাখার এই উদ্যোগ। কেমিক্যাল ঘটিত মশা তাড়ানোর ধুপ কিংবা তরল ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
*লেমন গ্রাস, সিট্রোনেলা,মিন্ট,জোয়ান এবং নিশিন্দা শুধুমাত্র ঘরে রেখে দিলেই দূর হবে মশা। বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার আয়ুষ, ডক্টর পার্থসারথি রায় জানান, "এই গাছগুলিকে ব্যবহার করে পরবর্তীকালে মশা মারার ধূপ বানানো যেতে পারে। জৈব ধুপ ব্যবহার করলে শরীরের ক্ষতি হবে না।"
advertisement
5/6
*ভেষজ উদ্ভিদ বন্টন কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে পেয়ে যাবেন ভেষজ গাছ। আয়ুষ শাখাতে এসে আবেদন করলেই, আপনার প্রয়োজনের ভেষজ গাছ পেতে খুব একটা অসুবিধা হবে না, এমনটাই জানান ডঃ পার্থ সারথি রায়। প্রতিটি ভেষজ উদ্ভিদের ভেষজ গুণ আলাদা।
advertisement
6/6
*ভেষজ গুণগুলি জেনে এবং বুঝে উদ্ভিদের সঠিক ব্যবহার করলে সাধারণ রোগ জ্বালা খুব সহজেই নিরাময় করা সম্ভব এবং সাশ্রয়ও হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mosquito Repellent Plants: বাড়িতে রাখুন লেমন গ্রাস-সহ ৩ গাছের যে কোনওটি! গোটা শীতে একটা মশাও বাড়ির আশপাশে আসবে না, পাক্কা ম্যাজিক