TRENDING:

Weekend Trip: বাইরে অঝোর বৃষ্টি, কালিম্পংয়ের এই গ্রামে কাটান একটা রাত, জীবনভর সুখস্মৃতি হয়ে থাকবে

Last Updated:
Weekend Trip: কালিম্পং পাহাড়ের এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডাবলিং ভিউ পয়েন্ট। সেখানেই রয়েছে বহু কৌতূহল, বহু অজানা তথ্যের সম্ভার। এবার তা হলে বর্ষায় আপনার গন্তব্যস্থল হতেই পারে অফবিট এই স্থান।
advertisement
1/6
বাইরে অঝোর বৃষ্টি,কালিম্পংয়ের এই গ্রামে কাটান একটা রাত,আজীবন সুখস্মৃতি হয়ে থাকবে
*শহরের কোলাহল থেকে বেরিয়ে শান্তির খোঁজে বাইরে ঘুরতে যেতে চান। মনপসন্দ জায়গা পাচ্ছেন না? খোঁজ দিচ্ছি আমরা। মন ভাল করে ফের কাজে মন বসবে, মেজাজ হবে একেবারে ফুরফুরে।
advertisement
2/6
*চারদিকে উঁচু উঁচু পাহাড় আর ঘরে ঢুকে যায় মেঘ। বর্ষায় আরও সুন্দরভাবে সেজে উঠেছে এই পাহাড়। নামটা হয়তো সবারই জানা, কালিম্পং। যাকে অর্কিডের দেশও বলা হয়।
advertisement
3/6
*কালিম্পং পাহাড়ের এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডাবলিং ভিউ পয়েন্ট। সেখানেই রয়েছে বহু কৌতূহল, বহু অজানা তথ্যের সম্ভার। এবার তা হলে বর্ষায় আপনার গন্তব্যস্থল হতেই পারে অফবিট এই স্থান।
advertisement
4/6
*ডাবলিং ভিউ পয়েন্টে ঢুকতেই আপনাকে প্রথমে স্মরণ করতে হবে বুদ্ধকে। সুন্দর পাথরের বুকে আঁকা এই বুদ্ধ আপনাকে অন্য আমেজ দেবে।
advertisement
5/6
*এই পর্যটনকেন্দ্রে থাকার সুব্যবস্থাও রয়েছে পর্যটকদের জন্য। থাকা, খাওয়া-দাওয়া নিয়ে ১৮০০ থেকে ২০০০ টাকা করে মাথাপিছু। পাহাড়ি বিভিন্ন সুস্বাদু পদের সম্ভার পেয়ে যাবেন আপনার থালিতে।
advertisement
6/6
*কীভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি থেকে মাত্র ৯১ কিলোমিটার এবং মালবাজার জংশন থেকে মাত্র ৭৫ কিলোমিটার। অর্থাৎ, প্রায় দু'ঘণ্টার মতো মালবাজার জংশন থেকে আপনাকে যেতে হবে। তাহলে এবার সব ভুলে হাতে কটা দিন সময় পেলেই মন ভাল করতে চলে যান কালিম্পংয়ের ডাবলিং ভিউ পয়েন্টে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: বাইরে অঝোর বৃষ্টি, কালিম্পংয়ের এই গ্রামে কাটান একটা রাত, জীবনভর সুখস্মৃতি হয়ে থাকবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল