TRENDING:

বর্ষায় ছাদ, দেওয়াল, বারান্দায় জমে যাচ্ছে শ‍্যাওলা, মস? ২ উপায়ে কয়েক মিনিটে গায়েব সবুজ আস্তরণ, কিনতে হবে না, ঘরেই মজুদ ব্রহ্মাস্ত্র

Last Updated:
How to remove moss from walls: বর্ষায় সারাদিন জল পড়ে শ‍্যাওলা হয়ে যায় বাড়ির দেওয়ালে। দেওয়াল, ছাদ, বারান্দা-সহ বাড়ির যেসমস্ত অংশে বৃষ্টির জল পড়ে বা জলের ছিটে পড়ে, সেখানেই জন্মায় শ‍্যাওলা, মস।
advertisement
1/8
বর্ষায় ছাদ, দেওয়াল, বারান্দায় জমে যাচ্ছে শ‍্যাওলা, মস? ২ উপায়ে গায়েব সবুজ আস্তরণ
বৃষ্টি যতই মনোরম হোক না কেন, বর্ষার মরশুমে বাড়িতে দেখা যায় একাধিক সমস‍্যা। বিশেষত বর্ষায় সারাদিন জল পড়ে শ‍্যাওলা হয়ে যায় বাড়ির দেওয়ালে। দেওয়াল, ছাদ, বারান্দা-সহ বাড়ির যেসমস্ত অংশে বৃষ্টির জল পড়ে বা জলের ছিটে পড়ে, সেখানেই জন্মায় শ‍্যাওলা, মস।
advertisement
2/8
পুরু সবুজ আস্তরণ জমে যায় শ‍্যাওলা, মসের। পিচ্ছিল হয়ে যায় উঠোন থেকে বারান্দা। দেওয়াল নষ্ট করে দেয় শ‍্যাওলা, মস। শ‍্যাওলা আর্দ্রতা ধরে রেখে দেওয়ালে স্যাঁতসেঁতে ভাব তৈরি করতে পারে, যা বাড়ির দেওয়ালের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্য সমস্যার কারণও হতে পারে।
advertisement
3/8
বাজারে শ‍্যাওলা নষ্ট করবার কেমিক‍্যাল ক্লিনার কিনতে পাওয়া যায়। কিন্তু এই কেমিক‍্যাল ক্লিনার ব‍্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সমস‍্যাও রয়েছে। কেমিক‍্যাল ক্লিনার প্রথমত বেশ ব‍্যায়বহুল। পাশাপাশি রাসায়নিক দ্রব‍্য শরীরের জন‍্যেও ক্ষতিকর।
advertisement
4/8
শুধু তাই নয়, কেমিক‍্যাল দিয়ে পরিষ্কার করলেও ফের ফিরে আসে শ‍্যাওলা। ফলে দু'দিন অন্তর অন্তরই আবার পরিষ্কার করার ঝক্কি থেকেই যায়।
advertisement
5/8
তবে বেশ কয়েকটি উপায়ে ঘরোয়া জিনিসপত্র দিয়েই পরিষ্কার করা যায় দেওয়াল। এই সমস্ত সহজ, কার্যকরী এবং নিরাপদ। এই পদ্ধতিতে টাকা তো বাঁচবেই পাশাপাশি সম্পূর্ণ ঠেকিয়ে রাখা যাবে শ‍্যাওলার ঝামেলা।
advertisement
6/8
তিনটি উপাদান মিলিয়ে তৈরি করতে পারেন একটি শক্তিশালী মিশ্রণ। লেবু, ভিনিগার এবং লবন মিশিয়ে তৈরি করুন শ‍্যাওলা, মসের ব্রহ্মাস্ত্র। এর জন্য ২-৩ চামচ লেবুর রস, ১-২ চামচ লবণ, ১/২ কাপ সাদা ভিনেগার, ১/২ কাপ জল নিন।
advertisement
7/8
একটি শক্ত ব্রাশ বা স্ক্রাবারের প্রয়োজন। অল্প পরিমাণ এই মিশ্রণ প্রচণ্ড শক্তিশালী। সামান‍্য মিশ্রণেই গায়েব হয়ে যাবে অনেক শ‍্যাওলা। দেওয়াল বা স্থানের উপর নির্ভর করবে মিশ্রণের পরিমাণ।
advertisement
8/8
যদি শ‍্যাওলার স্তর সামান্য হয় বা তেলযুক্ত হয়ে জমে থাকে, তাহলে ডিটারজেন্ট এবং গরম জলের মিশ্রণই হল সবচেয়ে কার্যকরী উপায়। এর জন‍্য প্রয়োজন গরম জল, ডিটারজেন্ট বা ডিশওয়াশ লিকুইড, বালতি, ব্রাশ বা ঝাড়ু পরিষ্কারের জন‍্য। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বর্ষায় ছাদ, দেওয়াল, বারান্দায় জমে যাচ্ছে শ‍্যাওলা, মস? ২ উপায়ে কয়েক মিনিটে গায়েব সবুজ আস্তরণ, কিনতে হবে না, ঘরেই মজুদ ব্রহ্মাস্ত্র
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল