Mosquito Repellent Plants: বর্ষায় মশার উপদ্রপ থেকে বাঁচতে বাড়িতে লাগান এই ৫টি গাছ !
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Mosquito Repellent Plants: ডেঙ্গু ম্যালেরিয়া থেকে বাঁচতে মশার উপদ্রব কমান
advertisement
1/6

বর্ষা মানেই মশার উপদ্রপ। এই সময়েই মশার বংশবৃদ্ধি হয়। এই সময়ে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়ার মতো রোগ জাঁকিয়ে বসে। তাই মশার উপদ্রব থেকে বাঁচতে বাড়ি লাগান এই ৫টি গাছ! Photo collected
advertisement
2/6
গাঁদা ফুলের গন্ধে শুধু মশা নয়, যে কোনও পোকা-মাকড়ই এর ধারে কাছে ঘেঁষে না। তাই বাড়ির চারপাশে গাঁদা গাছ লাগান। দূরে থাকবে মশা, মাছি, পোকা-মাকড়। photo source collected
advertisement
3/6
তুলসির একাধিক স্বাস্থ্য ও আয়ুর্বেদিক গুণ আছে। তুলসি গাছ পরিবেশকে জীবাণুমুক্ত, বিশুদ্ধ রাখতে সাহায্য করে। তুলসির গন্ধ মশা, মাছি, পোকা-মাকড়কে দূরে রাখে। তাই বাড়িতে টবে হলেও তুলসি গাছ লাগান। photo source collected
advertisement
4/6
লেবু পাতার গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। তাই মশা তাড়াতে বাড়িতে লেবু গাছ লাগাতে পারেন। photo source collected
advertisement
5/6
বাড়িতে রসুন গাছ লাগালে মশার উপদ্রব থেকেও সহজে মুক্তি পাওয়া যায়! বাড়িতে রসুন গাছ লাগান আর ফল পান হাতেনাতে। photo source collected
advertisement
6/6
ল্যাভেন্ডারের গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। বাড়িতে ল্যাভেন্ডার গাছ লাগাতে না পারলেও ল্যাভেন্ডারের গন্ধ যুক্ত সুগন্ধি বা রুম ফ্রেশনার ছড়িয়ে দিন। এতেও মশার উপদ্রব কমবে। photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mosquito Repellent Plants: বর্ষায় মশার উপদ্রপ থেকে বাঁচতে বাড়িতে লাগান এই ৫টি গাছ !