Millet For Babies: শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমশক্তি বাড়ায়! হাড় মজবুত করে, বৃদ্ধিতে সহায়ক এই চার খাদ্য
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Millet For Babies: শিশুর বৃদ্ধি থেকে শুরু করে সব সমস্যার সমাধান করতে এই চার খাবার! খাদ্য তালিকায় নিয়মিত রাখুন! জানুন বিশেষজ্ঞর মত
advertisement
1/7

ফাইবার সমৃদ্ধ মিলেটের প্রতি বর্তমানে আবারোও মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। এই শস্যগুলি শুধু বড়দেরই নয়, ছোটোদের জন্যও অত্যন্ত স্বাস্থ্যকর।
advertisement
2/7
অভিজ্ঞ পুষ্টিবিদ চিকিৎসক দিব্যা নাজ জানান, ছোটো থেকেই দৈনন্দিন খাদ্যতালিকায় বাজরা, কাওন, জোয়ার, রাগি এই ধরনের শস্য গ্রহণের অভ্যাস অত্যন্ত ভাল।
advertisement
3/7
এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেনন্ট। এগুলো হজম বৃদ্ধি, রক্তে শর্করার নিয়ন্ত্রণ এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে।
advertisement
4/7
কোষ্ঠকাঠিন্য শিশুদের একটি সাধারণ সমস্যা। নিয়মিত বাজরা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। বাজরায় আছে প্রচুর পরিমাণে আয়রন। তাই এর রুটি ছোটোদের খাদ্যতালিকায় রাখা উচিত।
advertisement
5/7
রাগি ছোটোদের জন্য অত্যন্ত উপকারী। এটির দ্রবণীয় ফাইবারে ভরপুর তাই শিশুর পেট অনেকক্ষণ ভরা থাকে। রাগিতে প্রচুর ক্যালশিয়াম থাকায় হাড় ভাল থাকে।
advertisement
6/7
কাওন বা ফক্সটেইল মিলেট শিশুদের জন্য হজমশক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এ ছাড়াও, কাওন প্রোটিনে ভরপুর হওয়ায় এটি শিশুর বৃদ্ধির জন্য অপরিহার্য পুষ্টি।
advertisement
7/7
জোয়ারের ফাইবার অন্ত্রের স্বাস্থ্যের যত্ন নেয় এবং শিশুর হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে। এটি ভিটামিন বি এবং ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো খনিজে সমৃদ্ধ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Millet For Babies: শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমশক্তি বাড়ায়! হাড় মজবুত করে, বৃদ্ধিতে সহায়ক এই চার খাদ্য