Migraine Pain: ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে? দুধ দিয়ে জিলিপি খান, সত্যি সত্যি ম্যাজিক হবে!
- Published by:Raima Chakraborty
Last Updated:
Migraine Pain: প্রবীণরা মনে করেন, সমস্ত রকমের ব্যথার চিকিৎসায় দুধ আর জিলিপি মহৌষধ। বিশ্বের সেরা নিরাময় সমাধান।
advertisement
1/7

দুধ আর জিলিপি। গরম দুধে ডুবিয়ে জিলিপিতে কামড়। আহা! স্বর্গীয় স্বাদে চোখ বুজে আসে। মিষ্টির দোকানে তো বটেই, অনুষ্ঠান বাড়িতেও অতিথি আপ্যায়নে হাজির থাকে। এ এক আশ্চর্যজনক কম্বো। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/7
বিশ্বাস করা হয়, এই দুটো জিনিস একসঙ্গে খেলে ঠান্ডা কম লাগে। শরীর শক্তি পায়। সোজা কথায়, শরীরে উষ্ণতা দেয় দুধ জিলিপি। শুধু ভারতেই নয়, গরম দুধের সঙ্গে স্পাইরাল ডেজার্টের এই কম্বো পাকিস্তানেও সমান জনপ্রিয়।
advertisement
3/7
আমাদের পূর্বপুরুষরা বলেন, তেলে ভেজে চিনির রসে ডুবিয়ে তৈরি হয় জিলিপি। তাই শরীরের জন্য এটা স্বাস্থ্যকর নয় মোটেই। কিন্তু বিশ্বাস করা হয়, গরম দুধের সঙ্গে জিলিপি খেলে পিঠের ব্যথা, ক্লান্তি, ঠান্ডা, জ্বর, জয়েন্টে ব্যথা এবং অস্থিরতা নিমেষের মধ্যে সেরে যায়।
advertisement
4/7
প্রবীণরা মনে করেন, সমস্ত রকমের ব্যথার চিকিৎসায় দুধ আর জিলিপি মহৌষধ। বিশ্বের সেরা নিরাময় সমাধান। প্রবীণদের সঙ্গে একমত বিশেষজ্ঞরাও। তাঁরা বলছেন, দুধ জিলিপির এই কম্বো স্ট্রেস হরমোনের উপর ম্যাজিকের মতো কাজ করে।
advertisement
5/7
উদ্বেগ, দুশ্চিন্তা কমায়। স্মৃতিশক্তি বাড়ে। শুধু তাই নয়, গরম দুধের সঙ্গে জিলিপি মাইগ্রেনের মাথাব্যথা কমাতেও দারুণ কাজ করে।
advertisement
6/7
বিশেষজ্ঞরা বলছেন, দুধ জিলিপি অবশ্যই সকালে প্রাতঃরাশ হিসেবে খাওয়া উচিত। এটা অনেকক্ষণ পেট ভর্তি রাখে। কেন না, জিলিপি তৈরি করতে ময়দা ও দুধ মিশিয়ে প্রথমে ব্যাটার তৈরি করতে হয়।
advertisement
7/7
সঙ্গে লাগে তেল বা ঘি, চিনি এবং জাফরান। তারপর কাপড়ে ব্যাটার নিয়ে গরম রসে দিতে হয় ব্যাটার। তবে হ্যাঁ, খাওয়ার সময় দুধও গরম করে নিতে হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Migraine Pain: ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে? দুধ দিয়ে জিলিপি খান, সত্যি সত্যি ম্যাজিক হবে!