TRENDING:

Specail Art Work: আট সেন্টিমিটারের দেশলাই কাঠির বাক্সের মধ্যে মা কালী এবং রামকৃষ্ণদেব, দেখুন শিল্পীর অপূর্ব শিল্পকলা

Last Updated:
মানুষ চাইলেই কত নতুনত্ব শিল্প সৃষ্টি করতে পারেন। বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় সেটাই করে দেখাচ্ছেন। নিজে পেশায় চিত্রশিল্পী হলেও, একজন রাজ্যের নামকরা মাইক্রো আর্টিস্ট তিনি
advertisement
1/6
দেশলাই কাঠির বাক্সের মধ্যে মা কালী এবং রামকৃষ্ণদেব, দেখুন শিল্পীর অপূর্ব শিল্পকলা৪৫
একটা দেশলাই এর ঘর্ষণে আগুনের ফুলকি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে সবকিছু। সেই আগুনকে একটু দূরে সরিয়ে শুধু ছোট দেশলাই বাক্সকে নিয়ে ভাবলেই করা যায় অনেক কিছু। করে দেখাচ্ছেন বাঁকুড়ার এক চিত্র শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
দেশলাই বাক্সের সাইজ মাত্র আট সেন্টিমিটার। কতটুকুই বা জায়গা? সেই এটি সেন্টিমিটারের মধ্যেই কামাল করে দেখালেন তিনি। মাটি দিয়ে কালি পুজোর আগে রামকৃষ্ণ দেব ও মা কালিকে বানালেন তিনি। দেশলাই খুললেই বেরিয়ে আসবে সেই মূর্তি যুগল। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
দেশলাই হল শক্তির প্রতীক এবং মা কালি হলেন শক্তির দেবী এবং মা কালির সবচেয়ে বড় ভক্ত হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। তাঁরই কোলে মায়ের ছেলেবেলার প্রতিকৃতি। কালি পুজোর আগে বিশেষ চমক দিয়ে অবাক করে দিলেন সকলকে শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
ওরে পাগলী মা আমার', 'খাবি না বল'?এই ভাবেই মা ভবতারিণীকে সম্বোধন করতেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। কখনও মেয়ের উপর রাগ করে খেতেন না কখনও আবার ভালোবেসে মেয়েকে জোর করে খাইয়ে দিতেন, এমনই সম্পর্ক ছিল মা ভবতারিণী এবং রামকৃষ্ণের। ইনি যে মায়ের 'পাগল ছেলে' ছিলেন। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানিয়েছেন, "রামকৃষ্ণ পরমহংসদেব ঠিক যেই ভাবে মাকে মেয়ের মত করে দেখতে এবং পুজো করতেন, ঠিক সেই ভাবেই আমাদের প্রতিটি মহিলাকে সম্মান জানানো উচিত। "ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
6/6
মানুষ চাইলেই কত নতুনত্ব শিল্প সৃষ্টি করতে পারেন। বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় সেটাই করে দেখাচ্ছেন। নিজে পেশায় চিত্রশিল্পী হলেও, একজন রাজ্যের নামকরা মাইক্রো আর্টিস্ট তিনি। অর্থাৎ ছোটখাটো সূক্ষ্ম জিনিসের উপর খোদাই করে মূর্তি তৈরি করে থাকেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। শক্তি সাধনার আর কয়েকদিন, তার আগে নিজের অস্ত্রশস্ত্রে শান দিয়ে তৈরি করে ফেললেন আরও একটি বিশেষ মা কালির মূর্তি। দারুন দেখতে, সূক্ষ্ম কারুকার্য। অবাক করবে আপনাকে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Specail Art Work: আট সেন্টিমিটারের দেশলাই কাঠির বাক্সের মধ্যে মা কালী এবং রামকৃষ্ণদেব, দেখুন শিল্পীর অপূর্ব শিল্পকলা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল