Raksha Bandhan 2021: সোনা-রুপো দিয়ে তৈরি ! বিশেষ ডিজাইনের এই রাখিই এবছরের বিশেষ আকর্ষণ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এবার রাখিবন্ধনে ভাইবোনেদের বন্ধন ও ভালোবাসা উদযাপনের জন্য এক বিশেষ গয়নার সম্ভার নিয়ে এসেছে শহরের বেশ কয়েকটি গয়না-বিপণী।
advertisement
1/6

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (Senco Gold and Diamonds) এবার রাখিবন্ধনে ভাইবোনেদের বন্ধন ও ভালবাসা উদযাপনের জন্য এক বিশেষ গয়নার সম্ভার নিয়ে এসেছে । ভালবাসার এই বিশেষ মুহূর্তটাকে আশীর্বাদ, শুভেচ্ছা ও স্নেহের স্মারক দিয়ে উপভোগ করার জন্য সংস্থার তরফে বিশেষভাবে ডিজাইন করা সোনা আর রুপোর তৈরি রাখির এক সম্ভার প্রকাশ করেছে।
advertisement
2/6
এই রাখিগুলোর ডিজাইনের অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে ভারতীয় পুরাণ এবং সাংস্কৃতিক লক্ষণগুলো। সোনার রাখির সম্ভারের দাম শুরু হচ্ছে ১৫,০০০ টাকা থেকে আর রুপোর রাখির সম্ভারের দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে।
advertisement
3/6
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর, মার্কেটিং অ্যান্ড ডিজাইনস জয়িতা সেন বলেন ‘মূল্যবান মুহূর্ত ও বন্ধনগুলো শুভ ধাতু দিয়ে উদযাপন করা হয়। রাখিবন্ধন হল সেইরকম একটা শুভ উপলক্ষ, যা ভাই আর বোনের বন্ধন উদযাপন করে। রাখিবন্ধনে এই বন্ধন উদযাপন করতে আমরা প্রকাশ করেছি বিশেষভাবে ডিজাইন করা সোনা আর রুপোর তৈরি রাখি। এগুলো ভাইবোনেদের মুখে হাসি ফোটাবে সেই আশাই রাখি।’
advertisement
4/6
পাশাপাশি রয়েছে দুর্দান্ত অফারও ৷ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ভারতের স্বাধীনতার ৭৪ বছর উপলক্ষে ‘ফ্রিডম অফার’ লঞ্চ করার কথাও ঘোষণা করেছে। এই অফারের অঙ্গ হিসাবে সোনা, হিরে, রুপো, প্ল্যাটিনাম ও গসিপ গয়নার আইটেমে আকর্ষণীয় ছাড় দেওয়া ছাড়াও একগুচ্ছ অন্য অফার দেওয়া হচ্ছে।
advertisement
5/6
মিয়ার (Mia by Tanishq) রাখিগুলির ডিজাইন ওরিগ্যামির দ্বারা প্রেরিত। অর্থাৎ সেই কাগজ মুড়িয়ে এটা সেটা বানানোর প্রণালী, যার সঙ্গে ছোট বেলার স্মৃতি আর স্মৃতিমেদুরতা জড়িয়ে থাকে। এই রাখিগুলোতে নানারকম আঁকাবাঁকা লেখা আর আকৃতি রয়েছে, যা আপনার সঙ্গে আপনার ভাইবোনের মজার, আনন্দময় সম্পর্ক উদযাপন করে। এই রুপোর রাখিগুলো আবার পেনড্যান্ট হিসাবেও পরা যায়। মডিউলার ফিচার এই সংগ্রহের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এবং টেকসই করেছে। এই সম্ভারের দাম এমনভাবে স্থির করা হয়েছে, যাতে উপহার হিসাবে এবং ভাইবোনেদের মানসিক বন্ধন আর কবজের স্মৃতি সারাজীবন রক্ষা করার পক্ষে সম্ভারটা যথার্থ হয়।
advertisement
6/6
এর পাশাপাশি তনিশ্ক (Tanishq) নিয়ে এল ‘লিটল বিগ মোমেন্টস’ ~এখন হিরের গয়নার দামে পান ২০%* পর্যন্ত ছাড় ৷ ভারতের অগ্রগণ্য গয়নার ব্র্যান্ড তনিশ্ক প্রকাশ করেছে ‘লিটল বিগ মোমেন্টস’। ক্রেতারা এখন হিরের গয়নার দামে ২০%* পর্যন্ত ছাড় পেতে পারেন। এই অফার ভারতের সমস্ত তনিশ্ক স্টোরে কেবলমাত্র সীমিত সময়ের জন্য বৈধ। *শর্তাবলী প্রযোজ্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Raksha Bandhan 2021: সোনা-রুপো দিয়ে তৈরি ! বিশেষ ডিজাইনের এই রাখিই এবছরের বিশেষ আকর্ষণ