বিশ্বস্ত গ্রাহকদের প্রতি সম্মান প্রদর্শন, শহরের বুকেই এক অনন্য সন্ধ্যার আয়োজন এই গয়নার বিপণীর
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Mia by Tanishq: সম্প্রতি কলকাতা শহরের গ্রাহকদের কথা মাথায় রেখে অনুষ্ঠিত হল Mia Runway Star ইভেন্ট। আসলে এটা ছিল কলকাতার গ্রাহকদের সঙ্গে তাদের গভীর বন্ধনের উদযাপন।
advertisement
1/6

ভারতের সেরা গয়নার ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হল Mia by Tanishq। সম্প্রতি কলকাতা শহরের গ্রাহকদের কথা মাথায় রেখে অনুষ্ঠিত হল Mia Runway Star ইভেন্ট। আসলে এটা ছিল কলকাতার গ্রাহকদের সঙ্গে তাদের গভীর বন্ধনের উদযাপন। আর এই উদযাপনে সামিল হয়েছিলেন বিশ্বস্ত পৃষ্ঠপোষকরাও। সেই সঙ্গে উপস্থিত ছিলেন Tanishq এবং Mia by Tanishq-এর সার্কেল বিজনেস হেড অলোক রঞ্জন।
advertisement
2/6
Mia by Tanishq-এর জন্য স্ট্র্যাটেজিক মার্কেট হয়ে উঠেছে কলকাতা। এমনকী, এখানকার প্রাণবন্ত Gen Z এবং মিলেনিয়াল গ্রাহকদেরও মন জয় করে নিয়েছে এই ব্র্যান্ড। শুধু তা-ই নয়, কলকাতা শহরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে এই ব্র্যান্ডের নীতি সামঞ্জস্যপূর্ণও বটে! প্রাণবন্ত এনার্জি, ফ্যাশন সেন্সের ক্ষেত্রে পরিবর্তন এবং সমকালীন আধুনিক গহনার গ্রহণযোগ্যতা- সব মিলিয়ে পূর্ব ভারতে Mia by Tanishq-এর জন্য গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে কলকাতা। এদিকে বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। আবার বর্ষশেষের উৎসবের মরশুমও আসতে চলেছে। এরই মাঝে কলকাতার গ্রাহকদের পরিবর্তনশীল পছন্দ এবং রুচির চাহিদা মেটাতে সদাপ্রস্তুত Mia by Tanishq।
advertisement
3/6
মূলত মডিউলার এবং হালকা ওজনের গহনাই এখন শহরবাসীর পছন্দের তালিকায় উঠে এসেছে। ফলে এই ব্র্যান্ডের গহনায় প্রতিদিনের ব্যবহারিকতার সঙ্গে সৌন্দর্যের মিশেল ঘটানো হচ্ছে। সেই সঙ্গে গয়নার নকশায় আনা হচ্ছে আন্তর্জাতিক নকশার ছোঁয়া। আসলে এই সমস্ত কিছুই তুলে ধরা হল সাম্প্রতিক ইভেন্টে।
advertisement
4/6
আসলে উৎসবের কালেকশন থেকে নিত্যদিনের ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য অক্লান্ত ভাবে নানা ধরনের ডিজাইন আনতে সব সময় প্রস্তুত Mia। ফলে আধুনিক জীবনযাত্রায় সকলের পছন্দের গহনার ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে এটি।
advertisement
5/6
স্বাধীনচেতা এবং অভিব্যক্তিপূর্ণ কমবয়সী মহিলাদের কথা মাথায় রেখে বছরের পর বছর ধরে ব্র্যান্ডের নকশার ভাষায় পরিবর্তন এসেছে। আর এই ব্র্যান্ডের ডিজাইনের কেন্দ্রস্থলে রয়েছেন গ্রাহকরাই। সেই কারণে ছিমছাম থেকে গ্ল্যামারাস - বিভিন্ন ধরনের নকশা রয়েছে। শুধু তা-ই নয়, জিওমেট্রিক ডিজাইনের গয়নাও রয়েছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।
advertisement
6/6
এই প্রসঙ্গে অলোক রঞ্জন বলেন যে, “কলকাতায় এই ইভেন্টের আয়োজন করতে পেরে আমরা খুব খুশি। আর কলকাতা হল Mia by Tanishq-এর অন্যতম প্রধান মার্কেট। আমরা যা কিছু করি, তার সব কিছুর কেন্দ্রবিন্দুতেই রয়েছেন আমাদের গ্রাহকরা। এই অনুষ্ঠানটি শুধুমাত্র সূক্ষ্ম গয়নার জন্য নয়, এর পাশাপাশি একটি স্মরণীয় অভিজ্ঞতা প্রদানের জন্য আমাদের প্রতিশ্রুতিকে আরও জোরদার করে। র‍্যাম্পে আমাদের গ্রাহকরা আত্মবিশ্বাসের সঙ্গে Mia-র নকশা প্রদর্শন করেছেন। এটাই আমাদের আমাদের সঙ্গে তাঁদের শক্তিশালী বন্ধনের প্রমাণ। শহরে রয়েছে আমাদের ১৩টি এক্সক্লুসিভ স্টোর। আমরা আমাদের উপস্থিতি আরও জোরদার করতে অঙ্গীকারবদ্ধ। আসলে কলকাতার গ্রাহকরা ট্রেন্ড-স্যাভি। আর তাঁরা এমন গহনা ভালবাসেন, যার মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমসাময়িক স্টাইলের মেলবন্ধন রয়েছে। আর তাঁদের পছন্দের চাহিদা পূরণ করতে পেরে আমরাও গর্বিত।”
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বিশ্বস্ত গ্রাহকদের প্রতি সম্মান প্রদর্শন, শহরের বুকেই এক অনন্য সন্ধ্যার আয়োজন এই গয়নার বিপণীর