TRENDING:

রোজ এই প্রসাধনীটি ব্যবহার করেন? অজান্তেই কমছে আপনার পুরুষত্ব

Last Updated:
advertisement
1/5
রোজ এই প্রসাধনীটি ব্যবহার করেন? অজান্তেই কমছে আপনার পুরুষত্ব
• আধুনিক জীবনযাপনে অভ্যস্ত বেশিরভাগ পুরুষরাই স্পার্ম কাউন্ট সংক্রান্ত সমস্যায় ভোগেন ৷ গবেষণা বলছে এই সমস্যা আরও মারাত্মক হয়, বেশকিছু প্রসাধনী ব্যবহারের ফলে ৷
advertisement
2/5
• তাই পুরুষরা আগে থেকেই সাবধান হোন ৷ একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ডিওডর‍্যান্টের মতো কিছু প্রসাধনীতে কমে যাচ্ছে পুরুষত্ব ৷
advertisement
3/5
• ইউরিন, ব্লাড, স্যালাইভা ও সিমেন স্যাম্পেল পরীক্ষা করে স্পার্মের গুণ ও সংখ্যা বিচার করা হয় ৷ পাশাপাশি, কতটা কেমিক্যাল রয়েছে ওই ব্যক্তির শরীরে তাও পরীক্ষা করা যায় ৷ শরীরে বেশি মাত্রায় প্যারাবেনস থাকলে স্পার্মের সাইজ ও শেপ বিকৃত হয় ৷
advertisement
4/5
• প্যারাবেনসের উপস্থিতিতে অনেক সময় স্পার্ম ডিম্বাকৃতি হয় না, অনেক সময় একটার পরিবর্তে একাধিক লেজ থাকে, অনেক সময় স্পার্মের গতি কম হয়, ফলে তা ডিম্বানুকে নিষিক্ত করতে পারে না ৷
advertisement
5/5
• পরিবশের দূষণ, নানারকম রাসায়নিক, কীটনাষকের পাশাপাশি প্রসাধনী সামগ্রীর উপস্থিতেও স্পার্মের বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে ৷ কসমেটিক্সকে বহুদিন পর্যন্ত ভাল রাখতে তার মধ্যে এই প্যারাবেনস ব্যবহার করা হয় ৷ প্রসাধনীতে বেশি ব্যবহৃত হয় মিথাইল প্যারাবেন, প্রপাইল প্যারাবেনস, বিউটাইল প্যাকাবেনস এবং ইথাইল প্যারাবেনস ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
রোজ এই প্রসাধনীটি ব্যবহার করেন? অজান্তেই কমছে আপনার পুরুষত্ব
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল