Medicinal Plant: আগাছা ভেবে উপড়ে ফেলবেন না! জ্বর, শ্বাসকষ্ট থেকে জন্ডিস, পাইলস, ডায়েরিয়া-র যম এই গাছ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Medicinal Plant: আমাদের বাড়ির বাগানে বা চারপাশে অনেক গাছকেই আগাছা ভেবে উপড়ে ফেলে দিয়ে থাকি। তবে এমন কিছু উদ্ভিদ রয়েছে যেগুলিকে আগাছা ভাবলেও যার উপকারিতা অনেক।
advertisement
1/7

ম্যাকয় এক ধরনের বুনো লতানো গাছ। সাধারণত একে আগাছা হিসেবেই দেখা হয়। তাই কৃষকরা জমি থেকে উৎপাটন করে ফেলেন। কিন্তু আয়ুর্বেদ বলছে এই উদ্ভিদ দারুন উপকারী। এটি কুষ্ঠ, জ্বর, শ্বাসকষ্ট, কিডনি, পাইলস, জন্ডিস, ডায়েরিয়া এবং চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
advertisement
2/7
আয়ুর্বেদ ভারতের অতিপ্রাচীন এক চিকিৎসা পদ্ধতি। প্রকৃতির ভাণ্ডারে লুকিয়ে থাকা উপকরণ দিয়ে চিকিৎসা করা হত প্রাচীন কালে। ভারতীয়রা বহু শতাব্দী ধরে এই ভেষজগুলি ব্যবহার করে আসছেন। ম্যাকয় এমনই একটি ভেষজ। তবে বুনো এই গাছ সকলে চিনতে পারেন না। চোখের সামনে থাকলেও সাধারণ মানুষ বোঝেন না এই গাছের গুণ কতখানি। সাধারণত এই সব গাছকে আগাছা মনে করে অবহেলা করা হয়। অথচ, তার আয়ুর্বেদিক মূল্য অনেকখানি।
advertisement
3/7
অনেক গুরুতর রোগের চিকিৎসায় আয়ুর্বেদে ম্যাকয় ব্যবহার করা হয়। ম্যাকয় আয়ুর্বেদে কাকমাচি নামেও পরিচিত। সাধারণত ছায়াময় জায়গায় বেশি পাওয়া যায় এই গাছ। এর ছোট বেগুনি এবং লাল টমেটোর মতো ফল ধরে। এই গাছের উচ্চতা সাধারণত এক থেকে দেড় ফুট পর্যন্ত হয়ে থাকে। দেখতে খুবই সাধারণ এই উদ্ভিদটি অনেক ধরনের রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।
advertisement
4/7
বেশির ভাগ সময়ই এই গাছ অযত্নে বাড়ে বাগানে এবং খামারের বা সব্জি খেতে। তাই কৃষকেরা প্রায়ই এটিকে উপড়ে ফেলে। এর আকার মটরদানার চেয়েও কিছুটা ছোট হয়ে থাকে। দেখতে অনেকটা ছোট টমেটোর মতো। পাকার পর এর রং লাল, হলুদ বা বেগুনি আভাযুক্ত কালো হয়ে যায়।
advertisement
5/7
আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসকের মতে এটি ত্রিদোষ ধ্বংসকারী বলে মনে করা হয়। মানে ম্যাকয় বাত, পিত্ত এবং কফের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। বাত, পিত্ত ও কফ এই তিনটি দোষের যেকোনও একটির ঘাটতি বা আধিক্যের কারণে মানবদেহ অসুস্থ হয়ে পড়ে। এই অবস্থায় ম্যাকয় সেবন করলে স্বস্তি পাওয়া যেতে পারে।
advertisement
6/7
এই জন্য এটি ওষুধ হিসেবেও ব্যবহৃত হয় আয়ুর্বেদে। এই ওষুধটি পুরুষত্ব বাড়ায়। এর মূল থেকে তৈরি একটি ক্বাথ শরীরের বিষাক্ত পদার্থকে ধ্বংস করে। বলা হয় যে এটি তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
advertisement
7/7
আয়ুর্বেদিক চিকিৎসক ডা. আকাঙ্ক্ষা দীক্ষিতের মতে, ম্যাকয় কুষ্ঠ, জ্বর, শ্বাসকষ্ট, কিডনি, ফোলা, পাইলস, জন্ডিস, ডায়রিয়া এবং চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Medicinal Plant: আগাছা ভেবে উপড়ে ফেলবেন না! জ্বর, শ্বাসকষ্ট থেকে জন্ডিস, পাইলস, ডায়েরিয়া-র যম এই গাছ