TRENDING:

Marigold Flower in Dandruff: খুশকিতে মাথা সাদা? চুল পড়া, ত্বকের সমস‍্যা...গাঁদা ফুলই মহৌষধ, রক্ত থেকে ছেঁকে বার করবে ময়লা! জলে ফুটিয়ে নাকি পিষে, কীভাবে ব‍্যবহার করবেন?

Last Updated:
Marigold Flower in Dandruff: একাধিক রোগ সারাতে সক্ষম এই ফুল। মনোরম সৌন্দর্য এবং সুন্দর গন্ধের পাশাপাশি বহগুণে সমৃদ্ধ গাঁদা
advertisement
1/12
খুশকিতে মাথা সাদা? চুল পড়া, ত্বকের সমস‍্যা...গাঁদা ফুলই মহৌষধ, রক্ত থেকে ছেঁকে
শীতকাল মানেই থোকায় থোকায় ফুটে আছে গাঁদা ফুল। হলুদ রঙের এই ফুলে ভরে যায় চারদিক। শীতের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দেয় গাঁদা। তবে কেবল সৌন্দর্যের জন‍্য নয়, গাঁদা ফুলের বিশেষ কদর এর গুণের জন‍্যও।
advertisement
2/12
একাধিক রোগ সারাতে সক্ষম এই ফুল। মনোরম সৌন্দর্য এবং সুন্দর গন্ধের পাশাপাশি বহগুণে সমৃদ্ধ এই ফুল। দাদ,হাজা, চুলকানি থেকে শুরু করে রক্ত পরিশোধনের মতো একাধিক রোগ সারাতে পারে এই ফুল।
advertisement
3/12
তবে পতঞ্জলি আয়ুর্বেদের চিকিত্‍সক ডাঃ জিতেন্দ্র উপাধ্যায় জানালেন গাঁদা গাছের ঔষধি গুণের কারণে এটি আয়ুর্বেদে অনেক কিছুতে ব্যবহৃত হয়।
advertisement
4/12
গাঁদা ফুলে ভিটামিন এ, ভিটামিন বি, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা অনেক ধরনের রোগ সারাতে জন্য কার্যকর। এমনকি ত্বকের পাশপাশি চুলের সমস‍্যাতেও উপকারী গাঁদা।
advertisement
5/12
খুশকির সমস‍্যা সারাতেও অত‍্যন্ত কার্যকরী গাঁদা ফুল। তবে জানতে হবে গাঁদা ফুলের সঠিক ব‍্যবহার। চুল পড়া কমাতেও সক্ষম গাঁদা ফুল। জেনে নিন কীভাবে ব‍্যবহার করলে মিলবে উপকার।
advertisement
6/12
ডাঃ জিতেন্দ্র উপাধ্যায় জানালেন, গাঁদা ফুল, দাদ এবং চুলকানির জন্য সবচেয়ে কার্যকরী প্রতিকার। এই ফুল ভাল করে পিষে নিয়ে চুলকানির জায়গায় লাগালে মিলবে প্রতিকার।
advertisement
7/12
ডাঃ জিতেন্দ্র উপাধ্যায় আরও ব্যাখ্যা করেন যে গাঁদা ফুল দাদ এবং চুলকানির জন্য সবচেয়ে কার্যকরী প্রতিকার। এতে ময়লা ভালো করে পিষে দাদ চুলকাচ্ছে এমন জায়গায় লাগান।
advertisement
8/12
কেয়া আয়ুর্বেদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ড: বিনয় খুল্লা জানালেন, গাঁদা ফুল খুশকি, মাথায় হওয়া ফাঙ্গাসের চিকিত্‍সায় ব‍্যবহৃত হয়। গাঁদা ফুলের প্রাকৃতিক অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট‍্য রয়েছে।
advertisement
9/12
গাঁদা ফুল সঠিক ভাবে ব‍্যবহার করতে পারলে মাত্র একবার ধুলেই চুল থেকে দূর হবে খুশকি। গাঁদা ফুল এবং নিম পাতা দুই কাপ জলে সেদ্ধ করুন। জল বেশ কিছুক্ষণ ধরে ফোটান।
advertisement
10/12
গাঁদা এবং নিমের গুণে সমৃদ্ধ এই জল সরাসরি মাথায় লাগাতে পারেন, আবার এই জলে তেল মিশিয়েও মাথায় লাগাতে পারেন। চিকিত্‍সক বিনয় খুল্লা জানালেন, গাঁদা ফুল এবং নিম পাতায় রয়েছে প্রচুর প্রোটিন।
advertisement
11/12
ফলে, এই দুই প্রাকৃতিক দ্রব‍্য চুলে প্রোটিনের অভাব মেটাতেও সাহায‍্য করে। চুল পড়া কমায়। চুল লম্বা করতেও সাহায‍্য করে এই ফুল। তবে শুধু ফুল গাঁদা পাতাও চুলের জন‍্য কার্যকরী।
advertisement
12/12
নারকেল তেলে গাঁদা পাতা নিয়ে ফোটান। গাঁদা পাতার গুণ মিশে যাবে নারকেল তেলে। এই তেল মাথায় মাখলে চুল ভাল হবে, চুল পড়া বন্ধ হবে, খুশকিও ভাল হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Marigold Flower in Dandruff: খুশকিতে মাথা সাদা? চুল পড়া, ত্বকের সমস‍্যা...গাঁদা ফুলই মহৌষধ, রক্ত থেকে ছেঁকে বার করবে ময়লা! জলে ফুটিয়ে নাকি পিষে, কীভাবে ব‍্যবহার করবেন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল