Skin Care Tips: কমবে মুখের ত্বকের বয়স! কাচের মতো ঝলমল করবে, গরমে আম ব্যবহারের পদ্ধতি জানুন এখনই
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Piya Gupta
Last Updated:
Skin Care Tips: বয়সের ছাপ ত্বকের ওপর কেউই পড়তে দিতে চায় না। এ ক্ষেত্রে পাকা আম বা কাঁচা আম দুটোই ভীষণ উপকারী। বাড়িতে পাকা আম থাকলে আপনি এই ফেসপ্যাকটি সহজেই তৈরি করে নিতে পারবেন।
advertisement
1/5

*গরমে ত্বকের দফারফা? ত্বকের জেল্লা বাড়াতে আমই দেয় চমকপ্রদ ফল। আমের মধ্যে একাধিক ভিটামিন ও মিনারেল থাকার পাশাপাশি রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট। এই আমের গুণই আপনার ত্বকে এনে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা। ত্বকের বার্ধক্য লুকোতে সাহায্য করবে এই আম। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান, বয়সের ছাপ ত্বকের ওপর কেউই পড়তে দিতে চায় না। এ ক্ষেত্রে পাকা আম বা কাঁচা আম দুটোই ভীষণ উপকারী। বাড়িতে পাকা আম থাকলে আপনি এই ফেসপ্যাকটি সহজেই তৈরি করে নিতে পারবেন। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*২ চামচ পাকা আমের পাল্পের সঙ্গে ৩ চামচ টক দই আর ৩ চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। এবার মিশ্রণটি সারা মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের কোষ গঠনকারী প্রোটিন কোলাজেন তৈরি বৃদ্ধি পাবে। এতে সহজে ত্বকের বয়স বাড়বে না। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*বাড়িতে কাঁচা আম দিয়েও বানিয়ে নিতে পারবেন কাঁচা আম-গোলাপ জলের ফেসপ্যাক। এ ক্ষেত্রে কাঁচা আম খোসা-সহ কেটে ভালভাবে ধুয়ে নিন। খোসার ভেতর দিকে অল্প গোলাপ জল দিয়ে চোখের নিচে আলতো ভাবে কিছুক্ষণ ঘসুন। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*চোখের নিচের কালি এবং ফোলা ভাব সহজেই দূর হবে। মুখে ফেসপ্যাক মাখার আগে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে পুরো মুখ ভাল করে ধুয়ে নিতে হবে। মুখের কোথাও যেন ধুলো-বালি, তেল-ময়লা কিংবা মেকআপ লেগে না থাকে। তারপর ব্রাশ দিয়ে পুরো মুখে আমের খোসা দিয়ে বানানো প্যাক মেখে ফেলুন। ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে মুখ মুছে নিয়ে ত্বকের ধরন বুঝে ভাল কোনও ময়েশ্চারাইজার মেখে নিন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care Tips: কমবে মুখের ত্বকের বয়স! কাচের মতো ঝলমল করবে, গরমে আম ব্যবহারের পদ্ধতি জানুন এখনই