TRENDING:

Mango Farming on Rooftop Garden: ছাদের টবের গাছেই ফলবে ঝুড়ি ঝুড়ি আম! রইল অল্প যত্নের সহজ টিপস

Last Updated:
Mango Farming on Rooftop Garden: আমগাছ বাড়িতে থাকবে মানে অনেক বেশি জমি জায়গা দরকার, তা নয়। সঠিক পরিচর্যায় সহজেই টবে কলমের গাছে ফলাতে পারবেন আম।
advertisement
1/9
ছাদের টবের গাছেই ফলবে ঝুড়ি ঝুড়ি আম! শুধু করুন এই ছোট্ট কাজ
গরমকাল মানেই আমের মরশুম। আমগাছ বাড়িতে থাকবে মানে অনেক বেশি জমি জায়গা দরকার, তা নয়। সঠিক পরিচর্যায় সহজেই টবে কলমের গাছে ফলাতে পারবেন আম।
advertisement
2/9
শীতকাল ছাড়া যে কোনও সময়েই আমের চারা টবে বসাতে পারেন। যত বড় চারা, সেই অনুপাতে টব নেবেন। সঠিক ভাবে তৈরি করুন মাটি।
advertisement
3/9
ঝুরঝুরে নরম মাটি তৈরি করুন। যাতে জল না দাঁড়ায়। চেলে নেওয়া বেলে বা দোআঁশ মাটি নিন ৪০ শতাংশ। না পেলে একটু বালি মিশিয়ে নিন।
advertisement
4/9
এর সঙ্গে মেশান শতকরা ২০ ভাগ কোকোপিট, গোবরসার কম্পোস্ট ও হাড়ের গুঁড়ো। কিছুটা নিমখোলও মেশান। সব উপকরণ ভাল করে মেশালেই আমচারা তৈরি।
advertisement
5/9
টবে জলনিকাশি ব্যবস্থা যাতে ভাল হয়, সেটা খেয়াল রাখুন। স্টোনচিপস, বালি স্তরে স্তরে সাজিয়ে তার পর মাটি দিন। এর পর সাবধানে আলতো হাতে গাছ বসান।
advertisement
6/9
প্রথম ক’দিন হাল্কা ছায়ায় রাখুন গাছ। তার পর সরাসরি রোদে রাখুন। চড়া রোদ না পেলে কিন্তু আমগাছের বৃদ্ধি ভাল হবে না।
advertisement
7/9
গ্রাফ্টিংয়ের গাছে তাড়াতাড়ি মঞ্জরী আসবে। আঁটি ফেলে গাছ হলে তাতে মঞ্জরী আসতে সময় নেবে। মঞ্জরীর সময় কোনও কীটনাশক দেবেন না। আম ধরলে তার পর নিমতেল স্প্রে করে দিন। তাহলে পোকামাকড় হবে না।
advertisement
8/9
জৈব সার সব সময় দিন আমগাছে। সবজির খোসা ভেজানো জল, সরষের খোল ভেজানো জল মাসে এক বার গাছে দিন। কলার খোসা শুকিয়ে জলে মজিয়ে সেই জল দিন আমগাছে। কলার খোসায় পটাশিয়াম থাকে বলে গাছের উর্বরতা বৃদ্ধি করে।
advertisement
9/9
এর বেশি যত্ন আমগাছের দরকার নেই। নিশ্চিন্তে ছাদের টবে আমগাছ বসান। ৬-৭ বয়সি গ্রাফ্টিংয়ের চারা বসালে দ্রুত ফল পাবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mango Farming on Rooftop Garden: ছাদের টবের গাছেই ফলবে ঝুড়ি ঝুড়ি আম! রইল অল্প যত্নের সহজ টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল