Mangala Gauri Vrat 2023: আজ শ্রাবণের মঙ্গলবার, স্বামীর দীর্ঘায়ু কামনায় পালন করুন এই ব্রত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mangala Gauri Vrat 2023: পুণ্যার্থীরা বিশ্বাস করেন এই তিথিতে এই ব্রত পালন করলে শুভ হয় সংসারের। দীর্ঘায়ু হন স্বামী।
advertisement
1/7

প্রাচীন কাল থেকে শ্রাবণমাসের মঙ্গলবার পালন করা হয় মঙ্গল গৌরী ব্রত। পুণ্যর্থীরা বিশ্বাস করেন এই তিথিতে এই ব্রত পালন করলে শুভ হয় সংসারের। দীর্ঘায়ু হন স্বামী।
advertisement
2/7
ভোপালের জ্যোতিষী তথা বাস্তুবিদ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা জানিয়েছেন এই পুণ্যতিথি ব্রতীদের কী ভাবে পালন করা উচিত।
advertisement
3/7
শ্রাবণমাসের মঙ্গলবার ভোরবেলা উঠে স্নান সেরে শুদ্ধ বসনে ব্রতপালনে উদ্যোগী হন মহিলারা।
advertisement
4/7
এই দিনে উপবাস রেখে শিব এবং পার্বতীর পুজো অর্চনা করা হয়। জল নিবেদন করা হয় মহাদেব এবং পার্বতীকে।
advertisement
5/7
আরাধ্য দেবতাদের উদ্দেশে পুষ্পার্ঘ্যের পাশাপাশি সাজিয়ে দেওয়া হয় কুমকুম, ফুল, ফল এবং অন্যান্য দ্রব্যাদি।
advertisement
6/7
দিনের শেষে পুজো সমাপনে সাত্তিক আহার খেয়ে ব্রত ও উপবাস ভঙ্গ করা হয়।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mangala Gauri Vrat 2023: আজ শ্রাবণের মঙ্গলবার, স্বামীর দীর্ঘায়ু কামনায় পালন করুন এই ব্রত