#MakeYourOwnMask: সেলাই না করেই বাড়িতে বানিয়ে ফেলুন মাস্ক, জেনে নিন কীভাবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন বাড়িতে বসেই বিনা সেলাই কীভাবে তৈরি করবেন মাস্ক
advertisement
1/4

করোনা সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু মাস্ক কই? ভারতে মাস্কের হাহাকার৷ বাজার তৌ দূর, ই-কমার্স সাইটগুলিতেও মাস্ক নেই৷ তা হলে উপায়? এমনকী কোথাও কোথাও মাস্ক বেশি দামে বিক্রি করা হচ্ছে বলেও খবর৷ বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে N95 মাস্ক অত্যন্ত জরুরি৷ কারণ, সার্জিক্যাল মাস্ক ও রেসপিরেটর রাখতে হবে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য৷ যাঁদের সবচেয়ে বেশি ঝুঁকি৷ এহেন পরিস্থিতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন মাস্ক৷
advertisement
2/4
প্রাপ্ত বয়স্কদের জন্য ৯ ইঞ্চি x ৭ ইঞ্চির কাপড় ও শিশুদের জন্য ৭ ইঞ্চি x ৫ ইঞ্চির কাপড় প্রয়োজন। কাচির সাহায্যে গেঞ্জির নিচের অংশ কেটে নিন ।
advertisement
3/4
এর পর মাস্ক বানানোর জন্য কাটা কাপড়টি নিন। এবার যে কোনও এক দিক থেকে ৬.৭ ইঞ্ছি মেপে কাপরটি মাঝের অংশটি কেটে বাদ দিয়ে দিন। ঠিক যেমন ছবিতে দেখানও হয়েছে।
advertisement
4/4
তৈরি আপনার মাস্ক। মাস্কটি তৈরির পর নিশ্চিত করে নিন যে মাস্কটিতে কোনও ফাঁক নেই। এছাড়াও যতবার মাস্কটি ব্যবহার করবেন ততবার ধুয়ে ব্যবহার করবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
#MakeYourOwnMask: সেলাই না করেই বাড়িতে বানিয়ে ফেলুন মাস্ক, জেনে নিন কীভাবে