TRENDING:

Coffee: শীতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই নতুন স্বাদের কফি! জমে যাবে সন্ধ্যার আড্ডা

Last Updated:
Coffee: চকলেট খেতে সকলেই পছন্দ করে থাকেন। তবে কফির সঙ্গে চকলেটের স্বাদ একেবারে অন্যরকম অনুভূতি।
advertisement
1/7
শীতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই নতুন স্বাদের কফি! জমে যাবে সন্ধ্যার আড্ডা
*চা হোক কিংবা কফি। দুইয়ের স্বাদের মধ্যে ডুবে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। তবে দোকানের কফির তুলনায় বাড়িতে বানানো কফি অনেকটাই স্বাস্থ্যকর।
advertisement
2/7
*সাধারণ কফি তো খেয়েছেন অনেকেই। তবে এবারে একেবারে নতুন স্বাদের ‘চকলেট ক্রিম কফি’ বানিয়ে ফেলুন বাড়িতেই। খুব সহজেই এই কফি বানাতে পারবেন।
advertisement
3/7
*চকলেট খেতে সকলেই পছন্দ করেন। তবে কফির সঙ্গে চকলেটের স্বাদ একেবারে অন্যরকম অনুভূতি। শীতের আমেজে এই কফি দারুণ আমেজ দিতে পারে।
advertisement
4/7
*বাড়িতে চকলেট সিরাপ বানাতে হলে প্রথমে বাজার থেকে চকলেট কিনে আনুন। তারপর সেই চকলেটের সঙ্গে কিছুটা দুধ দিয়ে একটি পাত্রে গরম করে গলিয়ে নিন।
advertisement
5/7
*দুধের ফ্রেশ ক্রিম তৈরি করতে পারবেন বাড়িতেই। চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন। তবে বাড়িতে বানানো ক্রিমের স্বাদ অনেকটাই বেশি।
advertisement
6/7
*সাধারণ কফি বানিয়ে নিন। চাইলে কফি বানানোর সময় চিনির সঙ্গে হালকা চকলেট সিরাপ দিতে পারেন। তারপর সেই কফি একটি কাঁচের কাপে ঢেলে নিন।
advertisement
7/7
*কফির কাপের ওপর একটি চামচ দিয়ে আলতো করে ক্রিমের আস্তরণ দিয়ে দিন। সবশেষে চকলেট সিরাপ দিয়ে ডিজাইন করে পরিবেশ করুন এই কফি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Coffee: শীতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই নতুন স্বাদের কফি! জমে যাবে সন্ধ্যার আড্ডা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল