Halwa Recipe: কাঁচা পেঁপে দেখলেই নাক সিটকান? এইভাবে বানিয়ে ফেলুন হালুয়া, খেয়ে ভুলতে পারবে না কেউ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
হালুয়ায় নতুনত্ব আনতে এবার তৈরি করুন ডিম-পেঁপের হালুয়া। অনেকে বাড়িতে হালুয়া খেতে ভালবাসেন। সেই হালুয়াতে নতুনত্ব আনতে তৈরি করুন এই রেসিপিটি।
advertisement
1/6

হালুয়ায় নতুনত্ব আনতে এবার তৈরি করুন ডিম-পেঁপের হালুয়া। অনেকে বাড়িতে হালুয়া খেতে ভালবাসেন। সেই হালুয়াতে নতুনত্ব আনতে তৈরি করুন এই রেসিপিটি।
advertisement
2/6
এই হালুয়া তৈরি করতে লাগবে, ডিম ৬ পিস, চিনি ১ কাপ, ঘি ১ কাপ, দুধ ১ কাপ, সুজি ৩ টেবিল চামচ, কাঁচা পেঁপে, এলাচ, তেজপাতা ও সাজানোর জন্য বাদাম কুচি।
advertisement
3/6
প্রথমে একটি বাটিতে ডিম ভেঙে নিয়ে চিনি, দুধ ও সুজি দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। অপরদিকে পেঁপেটিকে সিদ্ধ করে ব্লেন্ড করে নিতে হবে।
advertisement
4/6
এবার একটি ফ্রাইপ্যানে চুলায় ঘি দিয়ে ডিমের মিশ্রণটি ঢেলে ঘন ঘন নাড়তে হবে। এতে পেঁপে বাটা দিয়ে সমস্ত মশলা পরপর দিতে হবে।
advertisement
5/6
জল শুকিয়ে দলা পাকিয়ে প্যানের গা ছেড়ে মিশ্রণটি উঠে আসার সঙ্গে সঙ্গে ঘিয়ের তেলতেলে ভাব চলে আসলে মিশ্রণটি নামিয়ে একটি প্লেটে ঢেলে নিয়ে রাখতে হবে।
advertisement
6/6
এরপর বরফির মত কেটে কেটে হালুয়ার উপর দিয়ে হবে বাদামকুচি। তাহলেই তৈরি হয়ে যাবে ডিম-পেঁপের সুন্দর হালুয়া। একটু সবুজ রঙও দিতে পারেন আপনি। এই রেসিপিটির খোঁজ দিয়েছেন পুষ্টিবিদ রুকসানা ইরানি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Halwa Recipe: কাঁচা পেঁপে দেখলেই নাক সিটকান? এইভাবে বানিয়ে ফেলুন হালুয়া, খেয়ে ভুলতে পারবে না কেউ