Sandwich Recipes: সকালে হাতে বেশি সময় থাকে না? চটজলদির কয়েক মিনিটে জলখাবারে বানিয়ে নিন 'এই' স্যান্ডউইচ
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Sandwich Recipes: ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে? বাইরে যেতে হবে? ব্রেকফাস্টে কি খাবেন? চটজলদি বানিয়ে নিন চিজ কর্ন স্যান্ডউইচ। যেমন টেস্টি, তেমন হেলদি।
advertisement
1/5

ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে? বাইরে যেতে হবে? ব্রেকফাস্টে কি খাবেন? চটজলদি বানিয়ে নিন চিজ কর্ন স্যান্ডউইচ। যেমন টেস্টি, তেমন হেলদি।
advertisement
2/5
এই রেসিপি বানাতে পাউরুটির পাশাপাশি প্রয়োজন পড়বে সিদ্ধ করা ভুট্টা ও কুচি করা পেঁয়াজ। ঝাল খেতে চাইলে দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি। তাছাড়াও প্রয়োজন পড়বে চিজের। বাটার ও পনির ব্যবহার করতে পারেন। সঙ্গে লাগবে কুচি করে রাখা ক্যাপসিকাম।
advertisement
3/5
এরপর সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে স্টাফিং দিয়ে ওপরে থেকে আরও একটি পাউরুটি দিয়ে দিতে হবে। তারপর দিতে হবে স্যান্ডউইচ মেকারে। আপনি বাজার অথবা ই-কমার্স ওয়েবসাইটে হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যেই স্যান্ডউইচ মেকার পেয়ে যাবেন।
advertisement
4/5
স্যান্ডউইচের ২ পিঠ ভাল করে গ্রিল হয়ে গেলে, তা মেকার থেকে বের করে নিতে হবে। এরপর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স এবং চাট মসলা ছড়িয়ে দিতে পারেন।
advertisement
5/5
তারপর গরম গরম পরিবেশন করে দিন টম্যাটো কেচ-আপের সঙ্গে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sandwich Recipes: সকালে হাতে বেশি সময় থাকে না? চটজলদির কয়েক মিনিটে জলখাবারে বানিয়ে নিন 'এই' স্যান্ডউইচ