Herb Benefit: শুকিয়ে যাওয়া শ্যাওলার মতো দেখতে, ঘেন্না করবেন না, সঞ্জীবনী এই গাছে পালাবে নানা সমস্যা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
শুকিয়ে যাওয়া শ্যাওলার মত দেখতে এই গাছ একেবারেই ব্যবহারযোগ্য নয় বলেই মনে হতে পারে।
advertisement
1/6

বাঁকুড়ায় বিক্রি হচ্ছে এই ম্যাজিক গাছ। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গাছ কিনে নিচ্ছেন বাঁকুড়ার মানুষ, কিন্তু কেন?
advertisement
2/6
বিহারের এক ব্যক্তি বাঁকুড়ায় এসে বিক্রি করছেন এই গাছ। শুকিয়ে যাওয়া শ্যাওলার মত দেখতে এই গাছ একেবারেই ব্যবহারযোগ্য নয় বলেই মনে হতে পারে।
advertisement
3/6
শুকিয়ে যাওয়া এই উদ্ভিদ জলে ডুবিয়ে দিলেই ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সবুজ তরতাজা হয়ে যাবে গাছটি। এক একটি বান্ডিল বিক্রি হচ্ছে ১০ টাকা, ২০ টাকা এবং ৩০ টাকা করে।
advertisement
4/6
বিক্রেতা চন্দন জানান, মূলত শনি মেলার সময় সুদূর বিহার থেকে দোকান দিতে রাঢ় বাংলায় আসেন তিনি। এবছর হরিদ্বার থেকে মৃতসঞ্জীবনী গাছ নিয়ে এসেছেন।
advertisement
5/6
রামায়ণে উল্লেখিত আছে এই গাছের কথা।। মূলত সঞ্জীবনী গাছ দেখা যায় পাহাড়ি অঞ্চলে। নাতিশীতোষ্ণ অঞ্চলেই জন্ম নেয় এই গাছ।
advertisement
6/6
বাঁকুড়ার গ্রাম্য মেলাগুলিতে চোখ কান খোলা রেখে ঘুরলে বহু অদ্ভুত জিনিস বিক্রি হতে দেখা যায়। চিরাচরিত বাজারের চেয়ে ভিন্ন মেলা গুলি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Herb Benefit: শুকিয়ে যাওয়া শ্যাওলার মতো দেখতে, ঘেন্না করবেন না, সঞ্জীবনী এই গাছে পালাবে নানা সমস্যা