বর্ষায় বাড়ছে 'মাছি'...? সারাদিন ভনভন আর ভনভন! তুড়িতে তাড়ান! এক ছিটে ছড়িয়ে দিন তেতো 'দাওয়াই'!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Machhi: বর্ষায় বাড়ে মশা-মাছি-পোকামাকড়ের উপদ্রব। মশা তাড়ানোর জন্য কয়েল থেকে মেশিন, স্প্রে, আরও নানা ঘরোয়া টোটকা থাকলেও মাছি দূর করার কার্যকরী উপায় জানেন না অনেকেই। আর তাতেই প্রায়ই পড়তে হয় বিড়ম্বনায়। ঘরে খোলা অবস্থায় ফল বা খাবার কিছুক্ষণ রাখলেই মাছি ভনভন করতে শুরু করে।
advertisement
1/17

বর্ষায় বাড়ে মশা-মাছি-পোকামাকড়ের উপদ্রব। মশা তাড়ানোর জন্য কয়েল থেকে মেশিন, স্প্রে, আরও নানা ঘরোয়া টোটকা থাকলেও মাছি দূর করার কার্যকরী উপায় জানেন না অনেকেই। আর তাতেই প্রায়ই পড়তে হয় বিড়ম্বনায়। ঘরে খোলা অবস্থায় ফল বা খাবার কিছুক্ষণ রাখলেই মাছি ভনভন করতে শুরু করে।
advertisement
2/17
তবে শুধু খাবারেই নয়, একটু জানালা দরজা খোলা রাখলেই এই মরশুমে ঢুকে আসে মাছি। আর তারপর বারোটা বজায় আপনার শান্তির। কানের কাছে অবিরত ভন ভন চলতেই থাকে। আমরা অনেকেই এই পতঙ্গটিকে হালকা ভাবে নিয়ে থাকি। ভাবি উড়ে যাবে ঠিক। কিন্তু যেই কয়েক মুহূর্ত মাছি খাবারে বা ফলে বসছে সেইটুকু সময়ে কী হয় তা জানলে আপনিও আঁতকে উঠবেন।
advertisement
3/17
কিন্তু বিশেষজ্ঞরা বার বার পরামর্শ দেন মাছি নিয়ে সতর্ক থাকার। আর তার পিছনে রয়েছে বড় কারণ। ফলে বা খাবারে বসা বা রান্নাঘরে ভনভন করতে থাকা মাছিদের দ্রুত দূর করা খুব জরুরি কারণ এই মাছির মাধ্যমেই ছড়ায় রোগ জীবাণু।
advertisement
4/17
মাছি খাবারে ডিমও পাড়ে। আপনি যদি অবশিষ্টাংশ খাবার পরবর্তী সময়ের জন্য রাখতে চান তাহলে অবশ্যই ঢাকা দিয়ে রাখুন। না হলে মাছির ডিমের বাসায় পরিণত হতে পারে আপনার প্রিয় খাবারটি। সেক্ষেত্রে কিছু সময় পর সেই লার্ভা আপনাকে বিষাক্ত ব্যাকটেরিয়া-জনিত ক্ষতির ঝুঁকির মুখেও ফেলতে পারে।
advertisement
5/17
বাড়ি থেকে মাছি দূর করতে চাইলে সবচেয়ে কার্যকর উপায় ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে এই প্রাণীটিকে বাড়ি থেকে দূর করা জরুরি। তাই আজ পাঠকদের জন্য থাকছে মাছি তাড়াতে কী করতে পারেন।
advertisement
6/17
১) খানিকটা ভিনিগার ঘর মোছার জলে মিশিয়ে নিন। পরপর এভাবে ঘর মুছলে কমে যাবে মাছির উৎপাত।
advertisement
7/17
২) জানেন কী মোমবাতি জ্বালিয়ে রাখলে মাছি বের হয়ে যায়। এই টোটকা কিন্তু মোক্ষম। এর মাছি তাড়ানোর ক্ষমতা অবাক করে দেবে আপনাকে।
advertisement
8/17
৩) এছাড়া লেবু অর্ধেক করে কেটে উপরে লবঙ্গ গেঁথে খাবার টেবিলের উপর রেখে দিন। মশা-মাছি ঘেঁষবে না একটাও।
advertisement
9/17
৪) আরও একটি দুর্দান্ত টোটকার কাজ করে নিমপাতা। নিম পাতা জলে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে ঘর মোছার জলে মিশিয়ে নিন। এই জল দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল মুছুন। অন্যান্য জায়গায় মুছতে পারেন। মাছি আসবে না আর।
advertisement
10/17
৫) ফিনাইল দিয়ে ঘর মুছুন। মাছি দূর হবে এই সামান্য কাজেই।
advertisement
11/17
৬) নিমের কয়েকটি ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন। মাছির আনাগোনা কমে যাবে নিশ্চিত।
advertisement
12/17
৭) জানালায় নেট লাগিয়ে দিন। মাছি আসবে না ঘরে।
advertisement
13/17
৮) ডিশ ওয়াশিং সোপ, জল ও ভিনিগার মিশিয়ে স্প্রে করুন রান্নাঘরে।
advertisement
14/17
৯) অ্যাপেল সাইডার ভিনেগার: একটি গ্লাসে সামান্য অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে গ্লাসের মুখটি সেলোফেন পেপার বা সাদা প্লাস্টিকের পেপার দিয়ে মুড়িয়ে দিন।
advertisement
15/17
১০) একটি টুথপিক দিয়ে সেলোফেন পেপারের মাঝেখানে ছিদ্র করুন। মাছির আকারে যেন মাছি ভেতরে ঢুকতে পারে এমন। কিন্তু বের হতে পারবে না এমন।
advertisement
16/17
কিন্তু বিশেষজ্ঞরা বার বার পরামর্শ দেন মাছি নিয়ে সতর্ক থাকার। আর তার পিছনে রয়েছে বড় কারণ। ফলে বা খাবারে বসা বা রান্নাঘরে ভনভন করতে থাকা মাছিদের দ্রুত দূর করা খুব জরুরি কারণ এই মাছির মাধ্যমেই ছড়ায় রোগ জীবাণু।
advertisement
17/17
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বর্ষায় বাড়ছে 'মাছি'...? সারাদিন ভনভন আর ভনভন! তুড়িতে তাড়ান! এক ছিটে ছড়িয়ে দিন তেতো 'দাওয়াই'!