TRENDING:

LPG Gas Cylinder: সিলিন্ডারে ঠিক 'কতটা' গ্যাস বাকি? ২ মিনিটের ‘নিনজা’ উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস? ঠকতে হবে না আর

Last Updated:
LPG Gas Cylinder: একটা বাড়িতে কতজনের রান্না হচ্ছে বা কীভাবে রান্না করা হচ্ছে— এমন বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে যে, একটা গ্যাস সিলিন্ডার মোটামুটি কতদিন চলবে।
advertisement
1/9
সিলিন্ডারে কতটা গ্যাস বাকি? নিনজা উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস?
রান্নার গ্যাসের একটা সিলিন্ডার কতদিন চলতে পারে, সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা যারা প্রতিদিন রান্না করেন তাঁদের আছে। কিন্তু অনেক সময়ই আমরা ভুলে যাই কবে থেকে গ্যাস লাগানো হয়েছে আর তা আর ঠিক কতদিন চলবে।
advertisement
2/9
একটা বাড়িতে কতজনের রান্না হচ্ছে বা কীভাবে রান্না করা হচ্ছে— এমন বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে যে, একটা গ্যাস সিলিন্ডার মোটামুটি কতদিন চলবে।
advertisement
3/9
একটা বাড়িতে কতজনের রান্না হচ্ছে বা কীভাবে রান্না করা হচ্ছে— এমন বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে যে, একটা গ্যাস সিলিন্ডার মোটামুটি কতদিন চলবে।
advertisement
4/9
কিন্তু যতই ধারণা থাকুন না কেন, মাস খানেক চলার পর একটা দুশ্চিন্তা কিন্তু থেকেই যায়। রান্নাবান্না জোর কদমে চলছে, এরই মধ্যে হঠাৎ গ্যাস ফুরিয়ে গেলেই পড়তে হয় অসুবিধায়!
advertisement
5/9
কিন্তু সিলিন্ডারে আর কতটা গ্যাস পড়ে রয়েছে তা কী করে বুঝবেন? জেনে নিন সহজ উপায়
advertisement
6/9
যখনই দেখবেন গ‍্যাসে রান্না করার সময় লাল আগুন উঠছে তখন বুঝতে হবে হয় ওভেনে বা বার্নারে ময়লা জমেছে, নয় তো গ‍্যাস হয়তে ফুরিয়ে এসেছে।
advertisement
7/9
তারপর, একটি ভেজা কাঁপড় দিয়ে পরিষ্কার করুন। সিলিন্ডার ভাল করে মোছা হয়ে গেলে ২-৩ মিনিট পর দেখবেন, সিলিন্ডারের কিছুটা অংশের ভিজে ভাব শুকিয়ে গিয়েছে আর বাকি অংশ তখনও ভিজে রয়েছে।
advertisement
8/9
সিলিন্ডারের যে অংশটা শুকোতে বেশি সময় নিচ্ছে, সেই অংশ টুকুই রান্নার গ্যাসে ভরা রয়েছে আর যে অংশটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে, সিলিন্ডারের সেই অংশটি খালি! কারণ, সিলিন্ডারের যে অংশে তরল রয়েছে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কিছুটা হলেও কম হবে।
advertisement
9/9
তাই সিলিন্ডারের যে অংশে এলপিজি গ্যাস রয়েছে, সেই অংশটির তাপমাত্রা অপেক্ষাকৃত কম বলে শুকোতে বেশি সময় লাগে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
LPG Gas Cylinder: সিলিন্ডারে ঠিক 'কতটা' গ্যাস বাকি? ২ মিনিটের ‘নিনজা’ উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস? ঠকতে হবে না আর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল