TRENDING:

Low Cost AC System: ইলেক্ট্রিক বিলের চিন্তা নেই,AC ছাড়া বিশেষ এই পদ্ধতিতে তীব্র গরমেও গ্রামের ঘর বরফ ঠান্ডা

Last Updated:
বিশেষ এই পদ্ধতিতে তীব্র গরমেও এসি ছাড়াই ঘর ঠান্ডা করে নিচ্ছেন জেলার মানুষজন, জেনে নিন পুরোটা
advertisement
1/6
ইলেক্ট্রিক বিলের চিন্তা নেই,AC ছাড়া বিশেষ এই পদ্ধতিতে তীব্র গরমেও গ্রামের ঘর বরফ ঠান্ডা
তীব্র গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, ঘন্টার পর ঘন্টা এসি চালিয়ে একদিকে বিদ্যুৎ বিল ছ্যাঁকা ধরাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে জেলার নানা প্রান্তের মানুষ এখন এই বিশেষ পদ্ধতি অবলম্বন করেই কমিয়ে নিচ্ছেন ঘরের তাপমাত্রা!
advertisement
2/6
সবার পক্ষে এসি কেনার সামর্থ নেই। তাই গরমে হাঁসফাঁস করা পরিস্থিতিতে কম খরচেই স্বস্তি দিতে পারে এই পদ্ধতি। তাই আজই করে ফেলতে পারেন এই কাজ
advertisement
3/6
গরমের দিনে বাড়ির ছাদে সরাসরি এসে পড়ে সূর্যের তাপে, ফলে প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে ঘর। সেই গরম ধীরে ধীরে ছাদ থেকে ঘরের ভিতর প্রবেশ করে। ফলে ঘরে থাকা কার্যত দুর্বিষহ হয়ে পড়ে
advertisement
4/6
তবে জেলায় এবার অনেকেই নামমাত্র খরচে ম্যাজিকের মতো ঠান্ডা করে নিচ্ছেন ছাদ। উপকার পাওয়া এক গৃহস্থ মামনি সরকার জানালেন, অনেকাংশেই কমেছে ঘরের তাপমাত্রা, মিলছে স্বস্তি
advertisement
5/6
কী পদ্ধতিতে হচ্ছে এই তাপমাত্রা হ্রাস! এই কাজ করা কর্মী দেবাশীষ কর্মকার জানালেন, ছাদের তাপমাত্রা কমানোর জন্য রিফ্লেক্টিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এটি ছাদের উপর একটি প্রতিফলিত স্তর তৈরি করে, যা সূর্যালোকের বেশিরভাগ অংশটাই শোষণ করে নেয়। ফলে ছাদ অতিরিক্ত গরম হয় না এবং তলার ঘরগুলি খুব সহজেই ঠান্ডা থাকে
advertisement
6/6
সেক্ষেত্রে ছাদের আকারের উপর নির্ভর করবে বিশেষ মিশ্রণের পরিমাণ। সাধারণ ঘরের ছাদের জন্য ৫ কেজি চুন, দেড় কেজি হোয়াইট সিমেন্ট, দেড় লিটার ফেভিকল এবং ১ কেজি জিঙ্ক অক্সাইড লাগবে বলেই জানান কর্মীরা। সবথেকে বড় ব্যাপার, এতে ছাদের কোনও ক্ষতি হয় না। বরং ছাদ হয়ে ওঠে আরও টেকসই। আর এই মিশ্রণ একবার লাগালেই কয়েক মাস কার্যকর থাকবে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Low Cost AC System: ইলেক্ট্রিক বিলের চিন্তা নেই,AC ছাড়া বিশেষ এই পদ্ধতিতে তীব্র গরমেও গ্রামের ঘর বরফ ঠান্ডা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল