Healthy Lifestyle: প্রেমে সোহাগি চুম্বনের সময় আমাদের চোখ বন্ধ হয়ে যায় কেন? উত্তর জানেন না অতি বড় প্রেমিক-প্রেমিকাও!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Healthy Lifestyle: পৃথিবীর যেখানে যে কোনও সময়েই চুমু খাওয়া হোক না কেন, জুটির দু’জনেরই চোখ বন্ধ হয়ে আসবে পরম তৃপ্তি ও আনন্দে
advertisement
1/9

ভালবাসার অন্যতম বহিঃপ্রকাশ চুম্বন বা চুমু। প্রেম, স্নেহ, সম্মান-সহ একাধিক আবেগের প্রতীক হতে পারে চুম্বন। তবে প্রেমের চুম্বনের একটা বৈশিষ্ট্য সবসময়ই এক। তা হল, চুম্বনের সময় দু’জনের চোখ বন্ধ হয়ে যায়।
advertisement
2/9
স্থান-কাল-পাত্র-পাত্রী আকাশপাতাল পাল্টে গেলেও চুম্বনের ক্ষেত্রে একটা সাদৃশ্য রয়েই যাবে ৷ পৃথিবীর যেখানে যে কোনও সময়েই চুমু খাওয়া হোক না কেন, জুটির দু’জনেরই চোখ বন্ধ হয়ে আসবে পরম তৃপ্তি ও আনন্দে ৷ বলছেন বিশেষজ্ঞ সারাংশ জৈন।
advertisement
3/9
মনোবিজ্ঞানীরা বলেন মানুষের এই আচরণ জড়িয়ে আছে তৃপ্তির সঙ্গেই ৷ ভাল খেলে, ভাল গান শুনলে আমরা যেমন আবেশে চোখ বন্ধ করে ফেলি, চুমুর সময়েও ঠিক তাই৷
advertisement
4/9
সেইসঙ্গে থাকে মনসংযোগের বিষয়ও৷ আমরা পারিপার্শ্বিক ভুলে চিন্তনের ভরকেন্দ্রে রাখতে চাই সঙ্গী ও চুম্বনকেই ৷ তাই চোখ বন্ধ রেখে মনকে সরিয়ে নিই চারপাশ থেকে ৷
advertisement
5/9
প্রেমের অঙ্গ চুম্বন ৷ ভালবাসা বা প্রেমের সঙ্গে জড়িয়ে থাকে কিছুটা লজ্জা ও কুণ্ঠাও ৷ তাই সেই লজ্জাবোধ থেকেও আমাদের চোখ বুজে আসে ৷
advertisement
6/9
প্রেমের সঙ্গে জুড়ে থাকে গোপনীয়তাও৷ আমাদের ধারণা, আমরা কাউকে দেখতে পাচ্ছি না মানে আমাদেরও কেউ দেখতে পাচ্ছে না৷ সেই বোধ থেকেও চুমু খাওয়ার সময় দু’চোখ বন্ধ করে রাখি৷
advertisement
7/9
প্রেমের আত্মসমর্পণের অঙ্গ হল চুম্বন ৷ বিশ্বাস ও আস্থা অর্জন করেই সেই আত্মসমর্পণের বোধ আসে ৷ যাঁকে অগাধ বিশ্বাস, তার উপর হয়তো চোখ বন্ধ রেখেও ভরসা করা যায়৷
advertisement
8/9
চোখ খোলা রাখলেও নিজেদের চুম্বন মুহূর্ত নিজেদের কাছে দেখার জন্য বিশেষ উপভোগ্য নয় ৷ সেই বার্তাও হয়তো মানুষের মস্তিষ্কের মজ্জাগত ৷ ফলে চুমুর সময় আপনা থেকেই চোখের পাতা নেমে আসে নীচে ৷
advertisement
9/9
বিশেষ অনুভূতির মুহূর্ত সবথেকে ভাল উপভোগ করা যায় চোখ বন্ধ রেখেই ৷ তাই চুম্বন সবথেকে বেশি উপভোগ্য হয়ে ওঠে নিমীলিত নয়নেই৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: প্রেমে সোহাগি চুম্বনের সময় আমাদের চোখ বন্ধ হয়ে যায় কেন? উত্তর জানেন না অতি বড় প্রেমিক-প্রেমিকাও!