TRENDING:

'আমার পার্টিতে সবাইকে রাতভর নগ্ন থাকতে হবে,' ৩৪-এর যুবতীর 'লাভ গুরু' অফার

Last Updated:
advertisement
1/7
'আমার পার্টিতে সবাইকে রাতভর নগ্ন থাকতে হবে,' ৩৪-এর যুবতীর 'লাভ গুরু' অফার
সারা বানাহানের জীবনটাই বদলে গিয়েছিল, যখন তিনি প্রথম সেক্স পার্টিতে গিয়েছিলেন৷ একটি সম্পর্কের মধ্যে ছিলেন৷ একই সঙ্গে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মডেলও৷ কিন্তু একটি রাত তাঁর জীবন আমূল বদলে দেয়৷ সেই পার্টির পর থেকেই৷ সারা বর্তমানে সিঙ্গল৷
advertisement
2/7
৩৪ বছর বয়সি সারার কথায়, 'আমি খুবই নার্ভাস ছিলাম৷ কারণ, পার্টিতে যাওয়ার আগে বুঝতে পারছিলাম না, ঠিক কী ঘটতে পারে৷ কিন্তু যেই ঢুকলাম, তারপর মনে আছে, সকাল পর্যন্ত শুধুই বিছানায় চরম তৃপ্তি অনুভূত হল৷' এরপরই তিনি ঠিক করেন, চাকরি ছেড়ে দিয়ে সেক্স পার্টি থ্রো করবেন৷
advertisement
3/7
একটি ওপেন-মাইন্ডেড কমিউনিটি খোলেন সারা৷ কমিউনিটির নাম দেন, লাভ গুরু৷ অচিরেই লাভগুরু হয়ে উঠেছে জনপ্রিয় কমিউনিটি৷ সারার কথায়, 'আমি সব সময়ই ক্রিয়েটিভ ছিলাম৷ আমি রং ভালোবাসি৷ মানুষ, লঁজারি, পার্টি, ফ্যাশন ভালোবাসি৷ লাভ গুরু দুর্দান্ত সেক্স পার্টি দেবে৷ বার, লুব্রিক্যান্ট, সেক্স টয়, ডিজে প্রতিটি রুমে থাকবে৷ গোটা পার্টি আমি পরিচালনা করব৷'
advertisement
4/7
সারা জানাচ্ছেন, প্রচুর মানুষ আসবেন৷ রাতভর মজা করবেন৷ এমন এক পরিবেশ থাকবে, যেখানে মানুষ সব সুখ পাবেন৷ তাঁর কথায়, 'মানুষ তাঁদের সেক্সুয়াল ফ্যান্টাসি অনুযায়ী পার্টি ভোগ করবেন৷ সবার নিরাপত্তার দায়িত্ব আমার৷'
advertisement
5/7
সারা জানাচ্ছেন, প্রচুর মানুষ আসবেন৷ রাতভর মজা করবেন৷ এমন এক পরিবেশ থাকবে, যেখানে মানুষ সব সুখ পাবেন৷ তাঁর কথায়, 'মানুষ তাঁদের সেক্সুয়াল ফ্যান্টাসি অনুযায়ী পার্টি ভোগ করবেন৷ সবার নিরাপত্তার দায়িত্ব আমার৷'
advertisement
6/7
সারা আরও বলছেন, 'নিজেকে কোথায় গিয়ে থামাতে হবে, সেটা আপনাদেরই দায়িত্ব নিতে হবে৷ কেউ যেন কোনও ভাবেই আহত না-হন৷ রাতভর সবাইকে নগ্ন থাকতে হবে পার্টিতে৷ একটা ভালো ভেন্যু খুঁজছি৷'
advertisement
7/7
লাভ গুরুর পার্টি হতে চলেছে একেবারে সেক্সুয়ালি পজিটিভ পরিবেশে৷ এমনকী পার্টির ক্রু-রাও নগ্ন থাকবেন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'আমার পার্টিতে সবাইকে রাতভর নগ্ন থাকতে হবে,' ৩৪-এর যুবতীর 'লাভ গুরু' অফার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল