TRENDING:

Love Affair Success Tips: প্রেম প্রেম ভাব! এই তিন ধরনের সঙ্গী অবশ্যই এড়িয়ে চলুন, নইলে ক্রমেই বাড়বে সমস্যা

Last Updated:
Love Affair Success Tips: থম থেকেই ভেবে চিন্তে সঙ্গী নির্বাচন করলে, পরে গিয়ে আর আফসোস করতে হয় না সেভাবে। সে কারণে সঙ্গী নির্বাচনের আগে বা প্রেমের প্রথম দিকেই দেখে নিন (How to choose right partner) তার সঙ্গে আপনি আদৌ থাকতে পারবেন কি না। সম্পর্ক আদৌ টিঁকবে কিনা। আর পারস্পরিক বোঝাপড়া কতখানি।
advertisement
1/10
প্রেম প্রেম ভাব! এই তিন ধরনের সঙ্গী অবশ্যই এড়িয়ে চলুন, নইলে ক্রমেই বাড়বে সমস্যা
প্রেম বলে কয়ে আসে না। কখন কাকে ভালো লেগে যায় তা দেবা না জানন্তি। জীবনের ঠিক কোন বাঁকে কীভাবে সে এসে কড়া নাড়বে তা বোঝা মুশকিল। কোনও কোনও ক্ষেত্রে প্রেম হয় লাভ এটা ফার্স্ট সাইট। দেখামাত্র প্রেমে ভেসে যাওয়া।
advertisement
2/10
কিন্তু কোনও কোনও ক্ষেত্রে ধীরপায়ে একটু একটু করে গাঢ় হয় সম্পর্ক। একটু ছোঁয়া, একটু কথোপকথন আর বন্ধুত্বও গড়ায় প্রেমে। আবার উল্টোটাও হয় না যে তা নয়। প্রথম প্রথম কাউকে ভালো লাগলেও, পরে যে তার রেশ একই রকম থাকবে, সেটারও নিশ্চয়তা নেই।
advertisement
3/10
আবার উল্টোটাও হয় না যে তা নয়। প্রথম প্রথম কাউকে ভালো লাগলেও, পরে যে তার রেশ একই রকম থাকবে, সেটারও নিশ্চয়তা নেই।
advertisement
4/10
তবে একথা ঠিক যে প্রথম থেকেই ভেবে চিন্তে সঙ্গী নির্বাচন করলে, পরে গিয়ে আর আফসোস করতে হয় না সেভাবে। সে কারণে সঙ্গী নির্বাচনের আগে বা প্রেমের প্রথম দিকেই দেখে নিন তার সঙ্গে আপনি আদৌ থাকতে পারবেন কি না। সম্পর্ক আদৌ টিঁকবে কিনা। আর পারস্পরিক বোঝাপড়া কতখানি।
advertisement
5/10
মনে রাখা দরকার, প্রেমের প্রথম দিন থেকেই সৎ থাকতে হবে। নিজে যা, সেটাই সঙ্গীকে দেখানো ভালো। কারণ সারা জীবন তাকে মুগ্ধ করতে গিয়ে নাটক করা মোটেই সহজ নয়।
advertisement
6/10
সম্পর্কে একে অন্যকে অবদমন মোটেই ভালো লক্ষণ নয়। আবার সম্পর্কে গা ছাড়া ভাব থাকলেও সেই সম্পর্ক বেশিদূর গড়ায় না। এ ধরনের সঙ্গীরা তখনই সময় কাটায়, যখন নিজেদের মন চায়। অন্যের ইচ্ছে নিয়ে এরা খুব একটা ভাবনাচিন্তা করে না। এরা নিজেদের দুনিয়াতেই বিচরণ করে বেড়াতে পছন্দ করে। খুবই উদাসীন হয়। এদের এড়িয়ে চলাই ভালো।
advertisement
7/10
তাছাড়া একটু বেশি মাত্রায় কেয়ারিং হলেও ভেবে দেখা দরকার। সারাদিন কী করছ, কী করছ, খেয়েছ, কোথায় যাচ্ছ, ইত্যাদি খোঁজ বেশি নেওয়ার অভ্যাস এই ধরণের প্রেমিক-প্রেমিকাদের।
advertisement
8/10
প্রথম প্রথম এই স্বভাব খুব ভালো লাগে। কিন্তু পরে দমবন্ধ অবস্থার সৃষ্টি হতে পারে। এরা পরবর্তীকালে অতিরিক্ত পজেসিভ সঙ্গী হয়ে ওঠেন যা সম্পর্ক শেষ হয়ে যাওয়ারও কারণ হয়ে উঠতে পারে। তাই এদেরও এড়িয়ে চলাই ভালো।
advertisement
9/10
প্রথম প্রথম এই স্বভাব খুব ভালো লাগে। কিন্তু পরে দমবন্ধ অবস্থার সৃষ্টি হতে পারে। এরা পরবর্তীকালে অতিরিক্ত পজেসিভ সঙ্গী হয়ে ওঠেন যা সম্পর্ক শেষ হয়ে যাওয়ারও কারণ হয়ে উঠতে পারে। তাই এদেরও এড়িয়ে চলাই ভালো।
advertisement
10/10
কিন্তু পান থেকে চুন খসতেই তাদের চিন্তাধারা বদলে যায়। তখন তাদের চোখে কেবলই সঙ্গীর খুঁত চোখে পড়ে। এদেরও এড়িয়ে চলা ভালো। এমন চরিত্রের মানুষ আদপে ভালো লাইফ পার্টনার কখনোই হতে পারেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Love Affair Success Tips: প্রেম প্রেম ভাব! এই তিন ধরনের সঙ্গী অবশ্যই এড়িয়ে চলুন, নইলে ক্রমেই বাড়বে সমস্যা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল